কর্ণাটকের নাটকীয়তা চলছেই: কাল শপথগ্রহণ
প্রকাশিত : ১২:০৪, ২১ মে ২০১৮
কর্ণাটকের কংগ্রেস-জেডিএসের নাটকীয় জোট গঠন ও সুপ্রিম কোর্টের আদেশের ফলে শপথ নেওয়ার মাত্র ৩ দিনের মধ্যেই পদত্যাগ করেছেন ক্ষমতাসীন দলের প্রধান ইয়েদুরাপ্পা। এ খবর পুরানো। তবে নতুন খবর হলো-সরকার গঠন করতে চলেছে কর্ণাটক নির্বাচনের তৃতীয় শক্তি জেডিএস। এদিকে জেডিএস সরকার গঠন করলেও দেশটির গণমাধ্যম দাবি করছে, জেডিএস-কংগ্রেস ভাগাভাগি করে সরকার চালাবে।
এদিকে ইয়েদুরাপ্পা ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর পরই মুখ্যমন্ত্রী হিসেবে আলোচনায় আসেন জেডিএস নেতা এইচডি কুমারস্বামি। কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি শিগগিরই শপথ নিতে যাচ্ছেন বলে ভারতীয় গণমাধ্যমে দাবি করা হচ্ছে। সরকার গঠন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ সোমবারই কংগ্রেসের সাবেক সভানেত্রী সোনিয়া গান্ধী ও তার ছেলে (বর্তমান কংগ্রেস প্রধান) রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে কুমারাস্বামির।
এদিকে শপথ গ্রহণের পূর্বে কুমারাস্বামি তার জন্মভূমি হোলেনসিপুরার মন্দিরে প্রার্থনার জন্য যাবেন। ওই দুই নেতার সঙ্গে সাক্ষাৎ শেষে আজ সোমবারই তার বেঙ্গালুরু ফেরার কথা রয়েছে। আগামী মঙ্গলবার মুখ্যমন্ত্রী হিসেবে তার শপথ নেওয়ার কথা রয়েছে। আজ সোমবার তার শপথ নেওয়ার কথা ছিল, তবে রাজীব গান্ধীর মৃত্যু বার্ষিকীর কারণে সেই শপথপাঠ একদিন পিছিয়ে দেওয়া হয়।
এদিকে গণমাধ্যমে দাবি করা হচ্ছে, কুমারাস্বামি ৩০ মাসের জন্য সরকার গঠন করতে চলেছে। বাকি ৩০ মাস কংগ্রেস নেতারা চালাবেন বলেও জানিয়েছে দেশটির গণমাধ্যম। তবে গণমাধ্যমের এ অভিযোগ উড়িয়ে দিয়েছেন ইয়েদুরাপ্পা। তিনি দাবি করেন, গণমাধ্যমে এ অভিযোগ সত্য নয়। অন্যদিকে কংগ্রেস নেতারা এখনই এ বিষয়ে মন্তব্য করতে রাজি হচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে, আজকের বৈঠকে সরকার গঠন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবে জেডিএস-কংগ্রেস। সেখানে মন্ত্রীসভায় কংগ্রেসের বেশ কয়েকজন সিনিয়র নেতার ঠাঁই হবে বলে অনুমান করা হচ্ছে।
এর আগে ২২২ আসনের কর্ণাটক নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেতে ব্যর্থ হয় সব দল। তবে নির্বাচনে সরকার গঠনের মতো পর্যাপ্ত আসল লাভে ব্যর্থ হলেও বিজেপিকে রাজ্য সরকার গঠনের তাগিদ দেন বিধান সরকার। এরপরই ইয়েদুরাপ্পা তাড়াহুড়ো করে শপথবাক্য পাঠ করেন। তবে নির্বাচনের পর জেডিএস এবং কংগ্রেস জোট বাঁধায় পাল্টে যায় দৃশ্যপট। ইয়েদুরাপ্পার শপথ বাক্য পাঠের পরই আদালতের দ্বারস্থ হয় কংগ্রেস। এরপর আদালতের আদেশে ক্ষমতা থেকে সরে দাঁড়ায় ইয়েদুরাপ্পা।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
এমজে/
আরও পড়ুন