ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

স্ত্রী ডেপুটি মেয়র, স্বামী কাউন্সিলর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৪, ২২ মে ২০১৮

Ekushey Television Ltd.

লন্ডনে একই কাউন্সিলের পৃথক দুটি এলাকা থেকে এবারের নির্বাচনে দুই বাংলাদেশী প্রবাসী একই সঙ্গে ডেপুটি মেয়র ও কাউন্সিলর পদে জয়ী হয়েছেন। অবাক করা বিষয় হলো বিজয়ী দুই প্রবাসী বাংলাদেশী সম্পর্কে স্বামী-স্ত্রী। লন্ডনে লেবার পার্টির টিকিটে স্ত্রী ডেপুটি মেয়র ও স্বামী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। 

লন্ডনের বাঙালিপাড়া খ্যাত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত আসমা বেগম। তিনি বারার বো ইস্ট এলাকা থেকে লেবার পার্টির মনোনয়নে প্রথমে কাউন্সিলর নির্বাচিত হন। পরে নবনির্বাচিত মেয়র জন বিগস তাকে বোর্ডসভায় কমিউনিটি সেফটি ও ইক্যুয়েলিটিস বিষয়ক ডেপুটি মেয়র নির্বাচিত করেন।

এদিকে, আসমা বেগমের স্বামী তারেক আহমদ খানও লেবার পার্টির টিকিটে কাউন্সিলর পদে পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি সেন্ট পিটারস ওয়ার্ড থেকে  নির্বাচিত হন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই দম্পতি কমিউনিটির উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, আসমা বেগম ও তারেক আহমদ খানের গ্রামের বাড়ি বাংলাদেশের সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের কালিজুরী গ্রামে।

 

আরকে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি