মার্কিন কূটনীতিককে ২৪ ঘণ্টার মধ্যে ভেনেজুয়েলা ছাড়ার নির্দেশ
প্রকাশিত : ০৯:৫৭, ২৩ মে ২০১৮
ভেনেজুয়েলার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে মার্কিন যুক্তরাষ্ট্রের এক সিনিয়র কূটনীতিককে বহিষ্কারের আদেশ দিয়েছে দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশটি ছাড়তে বলা হয়েছে।
প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো পুনর্নির্বাচিত হওয়ার জেরে যুক্তরাষ্ট্র নতুন করে দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপ করে। সরকারিভাবে প্রেসিডেন্ট ঘোষণার পরই টেলিভিশনে দেওয়া ভাষণে এই ঘোষণা দেন মাদুরো। এসময় মাদুরো বলেন, মার্কিন সাম্রাজ্য আমাদের নিয়ন্ত্রণ করতে পারবে না। কিন্তু দেশটি আমাদের উপর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে তার সীমা লঙ্ঘন করেছে।
এরই প্রেক্ষিতে দেশটির ঊর্ধতন কূটনীতিক টড রবিনসন এবং তার সহযোগী ব্রেইন নারানজোকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে হবে, বললেন মাদুরো।
মাদুরো অভিযোগ করেন, ওই দুই কূটনীতিক প্রেসিডেন্ট নির্বাচনের সময় নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা করেছে। এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্রার্থী নারানাজুকে সিআইএর এজেন্ট হিসেবে আখ্যায়িত করেন মাদুরো।
ভেনেজুয়েলার প্রধান বিরোধী দলগুলো ওই নির্বাচন বয়কট করায় তা আন্তর্জাতিকভাবে ব্যপকভাবে সমালোচিত হয়।
সূত্র: আল-জাজিরা
এমজে/
আরও পড়ুন