সৌদি-আরবে ফের নারী কর্মী গ্রেফতার
প্রকাশিত : ১৪:৩০, ২৩ মে ২০১৮
সৌদি আরবে ধরপাকড় চলছেই। গত ১৮মে দেশটিতে সাত মানবাধিকার কর্মীকে গ্রেফতারের পর এবার আরও তিন মানবাধিকার কর্মীকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ওয়াচডগ জানিয়েছে, নয় মানবাধিকার কর্মীকে গ্রেফতারের পরই দেশজুড়ে মানবাধিকার কর্মীদের পাকড়াও শুরু করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। আগামী কয়েকদিন পরই দেশটিতে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়ার কথা রয়েছে।
গত সপ্তাহে মানবাধিকার সংগঠনগুলো জানায়, নারীদের ড্রাইভিং লাইসেন্স দেওয়াসহ বেশ কয়েকটি দাবিতে তারা আন্দোলন করে আসছিল। একইসঙ্গে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা রদেরও দাবি জানায় তারা। আন্দোলনকারী নারী কর্মীদের দাবি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নারীদের কোনো মূল্যায়ণ করা হয় না দেশটিতে। তাই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা বাতিলের দাবি জানায় তারা।
বিদেশি সরকারের কাছ থেকে সমালোচনা আসার পর যুবরাজ সালমান বেশ কিছু সংস্কার আনেন। এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইতোমধ্যে সাত নারীকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া সংস্কার কার্যক্রমের দাবিতে সমর্থন দেওয়ায় দুই পুরুষকেও গ্রেফতার করা হয়েছে।
সূত্র: দ্য ডন
এমজে/
আরও পড়ুন