মোদিকে জ্বালানির মূল্য কমাতে বললেন রাহুল
প্রকাশিত : ২৩:০২, ২৪ মে ২০১৮
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জ্বালানি মূল্য কমানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সেই সাথে হুঁশিয়ার করেছেন যে, যদি মোদি জ্বালানির মূল্য না কমায় তাহলে কংগ্রেস তাকে মূল্য কমাতে বাধ্য করবে।
আজ বৃহস্পতিবার এক টুইট বার্তায় মোদির উদ্দেশ্যে এই চ্যালেঞ্জ ছোড়েন রাহুল। এর আগে ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ‘ফিটনেস চ্যালেঞ্জ’ ছুঁড়ে দিলে তা গ্রহণ করেন প্রধানমন্ত্রী মোদি। সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে রাহুলও মোদির উদ্দেশ্যে এই চ্যালেঞ্জ ছোঁড়েন।
টুইট বার্তায় রাহুল বলেন, “প্রিয় প্রধানমন্ত্রী। আপনি বিরাট কোহলির চ্যালেঞ্জ গ্রহণ করেছেন দেখে ভালো লাগছে। আমার তরফ থেকেও একটি আছে”।
“জ্বালানীর মূল্য কমিয়ে আনুন। অথবা কংগ্রেস সারাদেশজুড়ে আন্দোলন করবে। আর তাতে আপনাকে বাধ্য করা হবে মূল্য কমিয়ে আনতে”।
টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফ থেকে উত্তর পাওয়ার আশাবাদও ব্যক্ত করেছেন রাহুল গান্ধী।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে জ্বালানীর তেলের মূল্য বৃদ্ধি পায়। রাজধানী নয়া দিল্লীতে পেট্রোলের মূল্য ছাড়িয়ে যায় অতীতের সব রেকর্ডকে। দিল্লীতে প্রতি লিটার পেট্রোলের মূল্য এখন ৭৭.৪৭ রুপি। আর মুম্বাইতে এই মূল্য ৮৫.২৯ রুপি।
সূত্রঃ ইন্ডিয়ান এক্সপ্রেস
//এস এইচ এস//এসি
আরও পড়ুন