বন্দুকধারীকে ঠেকিয়ে দিয়ে হিরো যে শিক্ষক
প্রকাশিত : ১০:৫৩, ২৬ মে ২০১৮
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা মিডল স্কুলের এক সন্দেহভাজন বন্দুকারীকে নিরস্ত্র করতে পারায় প্রশংসার জুয়াড়ে ভাসছেন ওই স্কুলের এক শিক্ষক। সন্দেহভাজন ওই বন্দুকধারীও একই স্কুলের ছাত্র বলে জানা গেছে।
নির্বিচারে গুলি চালানো ওই বন্দুকধারীকে নিরস্ত্র করা ওই শিক্ষকের নাম জেসন সিমন(২৯)। মিডল স্কুলের আরেক ছাত্র ওই ঘটনার কথা সিএনএন সংশ্লিষ্ট ডব্লিউআরটিভিকে নিশ্চিত করেছে। ওই সাক্ষাৎকারে ছাত্রটি জানায়, জেসন সিমন স্যার যদি ওই ছেলেকে থামাতে না পারতেন, তাহলে সেখানে বড় ধরণের দুর্ঘটনা ঘটে যেতে পারতো।
ওই বালকেরও পরিচয় প্রকাশ করা হয়নি। সাক্ষাৎকারে সে জানায়, সিমন স্যার যখন আমাদের বিজ্ঞানের একটি পরীক্ষা নিচ্ছিল, তখন অকস্মাৎ ওই বন্দুকধারী ক্লাসে ঢুকে চার থেকে ছয়টি গুলি করে। এরপর স্যার তাকে থামাতে সক্ষম হন। স্যার যদি, ওই ছেলেকে না থামাতেন, তাহলে আমার কেউ বাঁচতাম না।
‘বন্দুকধারী যখন আমাদের উপর হামলা চালায়, তখন স্যার ওর পেছন পেছন ছুটেন। পরে ওকে ঝাপটে ধরে আমাদের লুকিয়ে থাকতে বলেন। পরবর্তীতে স্যার চিৎকার করে বলেন, ৯১১-এ ফোন করতে। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে।
জানা গেছে, ওই বন্দুকধারীকে থামাতে গিয়ে সিমন স্যার মারাত্মকভাবে আহত হয়েছেন। এ ছাড়া গুলিতে আরও একজন মেয়ে শিক্ষার্থীও আহত হয়েছেন। সিমন স্যার বর্তমানে আশঙ্কামুক্ত থাকলেও, ওই মেয়ের অবস্থা ভালো নয়।
সূত্র: সিএনএন
এমজে/
আরও পড়ুন