এক জোড়া তরমুজের দাম প্রায় ২৫ লাখ টাকা
প্রকাশিত : ১৭:৩০, ২৭ মে ২০১৮
এক জোড়া তরমুজের দাম ৩২ লাখ ইয়েন। যার বাংলাদেশি মুদ্রায় ২৪ লাখ ৭৬ হাজার টাকারও বেশি! সম্প্রতি জাপানে এমন দামেই উন্নত জাতের একজোড়া তরমুজ বিক্রি হয়েছে। কিন্তু এত ফল থাকতে তরমুজই কেন এত বেশি দামের হবে?
জানা যায়, জাপানের সংস্কৃতিতে তরমুজ মানুষের আভিজাত্য বা খানদান প্রকাশ করে থাকে। ফলের মৌসুমে এ ধরনের দামি ফলের কেনা-বেচা শুরু হয় জাপানে। তখন উচ্চবিত্ত ক্রেতারাও সামাজিক অবস্থান ও সম্মানের জানান দিতে দামি ফল খুঁজে থাকেন। বিক্রেতারাও এই ক্রেতাদের কথা মাথায় রেখে দোকান সাজাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফল সংগ্রহ করেন।
উত্তর হক্কাইদোর সাপ্পোরো সেন্ট্রাল পাইকারি বাজারে মৌসুমের প্রথম `ইউবারি তরমুজ` ওঠে। সেখানেই দামি তরজুম নিলামে ওঠে। স্থানীয় আরেকটি ফ্রুট প্যাকিং ফার্ম সর্বোচ্চ দাম হাঁকিয়ে কিনে নেয় এই বহুমূল্যের দুটো তরমুজ।
সেরা মানের ইউবারি তরমুজ সবচেয়ে ভালো স্মুথি বানানোর জন্যে। এই তরমুজের বৃন্তের আকৃতি থাকে ইংরেজি `টি` অক্ষরটির মতো। এই তরমুজ সাধারণত অলংকৃত বাক্সে বিক্রি করা হয়। জাপানে অন্যান্য সাধারণ ফলের দামও তুলনামূলক অনেক বেশি। সেখানে একটি আপেল কিনতেই গড়ে ৩ ডলার গুনতে হয়।
এসি
আরও পড়ুন