৪৭ শতাংশ ভারতীয় ভালো আছেন মোদি-জামানায়
প্রকাশিত : ০০:১১, ২৮ মে ২০১৮
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি চার বছর পূর্ণ করেছে গতকাল ২৬ মে। ২০১৪ সালে এদিন ভারতের ১৪তম প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতায় এসেছিলেন তিনি। ক্ষমতায় আসার চার বছর পর মোদি সরকারের প্রতি ভারতীয় জনগণের কতটুকু আস্থা আছে সে বিষয়ে এক জরিপ চালিয়েছে টাইমস গ্রুপ।
গ্রুপটি সাড়ে আট লাখ মানুষের ওপর এ জরিপ চালায়। সমীক্ষাটি এ মাসের ২৩ থেকে ২৫ তারিখ পর্যন্ত চলেছে।
সমীক্ষাতে ৭১ দশমিক ৯ শতাংশ ভোটার মোদির ওপর আস্থা ব্যক্ত করেছেন। আগামী লোকসভা নির্বাচনে ১৬ দশমিক ১ শতাংশ ভোটার বিজেপি বা কংগ্রেস কাউকেই চাইছে না কেন্দ্রের ক্ষমতায়। আবার ১১ দশমিক ৩৮ শতাংশ ভোটার রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে চাইছেন।
এর মধ্যে ৪৭ দশমিক ৪ শতাংশ ভোটার বলেছেন, তারা মোদির জমানায় খুব ভালো আছেন। ২০ দশমিক ৬ শতাংশ ভোটার বলেছেন, তাঁরা ভালো আছেন। খুব খারাপ আছেন এমন মন্তব্য করা ভোটারের সংখ্যা ২০ দশমিক ২৫ শতাংশ। আর ১১ দশমিক ৩৮ শতাংশ ভোটর এই প্রশ্নের কোনো উত্তর দেননি।
মোদি সরাকারের আমলে জিএসটি চালু, নোট বাতিলের সিদ্ধান্ত এবং পাকিস্তানের মাটিতে সার্জিক্যাল স্ট্রাইকের সিদ্ধান্তকে বেশিরভাগ ভোটার প্রশংসা করেছেন। অন্যদিকে দেশের মানুষের কর্মসংস্থান তৈরিতে মোদি সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে জানান অধিকাংশ ভোটার।
এমএইচ/এসি
আরও পড়ুন