২৪০ আরোহী নিয়ে দুর্ঘটনার কবরে লঙ্কান বিমান
প্রকাশিত : ১১:২২, ২৮ মে ২০১৮
ভারতের কেরালা রাজ্যের কোচিন বিমানবন্দরে ২৪০ জন আরোহী নিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিমান। তবে দুর্ঘটনায় কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে এ ঘটনার পর প্রায় এক ঘণ্টাব্যাপী সব ধরণের বিমান চলাচল বন্ধ ছিল বলে জানা গেছে।
কোচিন বিমানবন্দরের কর্মকর্তারা বলছেন, শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ফ্লাইট ইউএল ১৬৭ বিকেল ৩টা ৫৫ মিনিটে বিমানবন্দরে অবতরণ করে। ওই সময় বিমানবন্দর এলাকায় ভারি বৃষ্টিপাত হচ্ছিল। বৃষ্টিপাতের সঙ্গে ঝড়ো বাতাসের কারণেই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। প্রচণ্ড শব্দ, বাতাস ও ভারি বৃষ্টিপাতের কারণে বিমানটি রানওয়ের কিনারার দিকে গতিপথ পরিবর্তন করে অবতরণ করে। এতে কিছু গ্রাউন্ড লাইটের ক্ষতি হয় বলেও জানায় তারা। এদিকে আরোহীদের সবাই নিরাপদ আছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে কোচিন বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিবৃতিতে বলা হয়, প্রচণ্ড শব্দ, বাতাস ও ভারি বৃষ্টিপাতের কারণে বিমানটি রানওয়ের কিনারার দিকে গতিপথ পরিবর্তন করে এবং কিছু গ্রাউন্ড লাইটের ক্ষতি করে।
সূত্র: এনডিটিভি
এমজে/
আরও পড়ুন