ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

পাক শিবিরে দুশ্চিন্তা:

অমুসলিম ভোটার বেড়েছে ৩০ শতাংশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৯, ২৮ মে ২০১৮

আগামী ২৫ জুলাই পাকিস্তানে জাতীয় নির্বাচন। নির্বাচনের আগে পাকিস্তানের বিখ্যাত দৈনিক ডনের জরিপ দিয়েছে এক বিস্ফোরক তথ্য। দেশটিতে অমুসলিম ভোটারদের সংখ্যা ৩০ শতাংশ পর্যন্ত বেড়েছে বলে জরিপে উঠে এসেছে।

ডনের প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সালে যেখানে অমুসলিম ভোটারের সংখ্যা প্রায় সাড়ে ২৭ লাখ ৭০ হাজার ছিল। ২০১৮ সালে সেই সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ৩৬ লাখ ৩০ হাজার। প্রায় ৩০ শতাংশ বেড়েছে অমুসলিম ভোটারের সংখ্যা। এই অমুসলিম ভোটারদের বেশিরভাগটাই হিন্দু বলে জানিয়েছেন সমীক্ষকরা। আর তাতেই ঘুপাক রাজনীতিকদের মধ্যে দুশ্চিন্তা দেখা দিয়েছে।

২০১৩ সালে দেশটিতে হিন্দু ভোটারের সংখ্যা ছিল প্রায় সাড়ে ১৪ লাখ। তবে ২০১৮ সালে এসে সেই সংখ্যা ১৭ লাখ ৭০ হাজার। এর পরেই রয়েছে খ্রিষ্টানদের সংখ্যা। প্রায় ১৬ লাখ ৪০ হাজার খ্রিষ্টান এবার ভোটার হিসেবে নথিভুক্ত হয়েছে পাকিস্তানের সরকারি খাতায়। রাজনীতিক বিশেষজ্ঞরা বলছেন হিন্দুদের থেকে খ্রিষ্টান ভোটারদের সংখ্যাবৃদ্ধি নিয়ে বেশি চিন্তিত সেদেশের রাজনৈতিক দলগুলি। উদ্বেগ এখানেই শেষ নয়, পার্সিরাও সংখ্যায় অনেকটাই বেড়েছে পাকিস্তানে।

গত সপ্তাহে দেশটির নির্বাচন কমিশন আগামী ২৫ জুলাই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রেসিডেন্টকে আহ্বান জানায়। প্রেসিডেন্টও সে তারিখে নির্বাচন আয়োজনে সম্মতি দেওয়ায় আগামী ২৫ জুলাইতে দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

সত্র: ডন
এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি