পাপুয়া নিউগিনিতে ফেসবুক নিষিদ্ধ
প্রকাশিত : ১৭:৩৭, ৩০ মে ২০১৮
পাপুয়া নিউগিনিতে এক মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। দেশটিতে মিথ্যা সংবাদ প্রচারণার বন্ধ করতেই এ উদ্যোগ নিয়েছে সরকার।
যোগাযোগমন্ত্রী স্যাম বাসিল আজ বুধবার বলেন, ভয়ানক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ফেসবুক ব্যবহার করা হচ্ছে। তা ছাড়া জনসাধারণের বার্তাগুরো ফেসবুক সুকৌশলে হাতিয়ে নিচ্ছে বলেও অভিযোগ আনে সরকার।
বাসিল আরও বলেন, যারা ফেসবুকে পর্নোগ্রাফি ও মানহানিকর কিছু পোস্ট করেন, তাদের চিহ্নিত করার পরই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সেগুলো সরিয়ে ফেলা হবে। এর মাধ্যমে প্রকৃত ফেসবুক ব্যাবহারকারীরা বেরিয়ে আসবে বলেও মত দেন তিনি।
সূত্র: আল-জাজিরা
এমজে/
আরও পড়ুন