ভারতের কোন রাজনৈতিক দল কতটা ধনী?
প্রকাশিত : ১৪:০২, ৩১ মে ২০১৮
২০১৬-১৭ সালে ভারতের সাতটি জাতীয় দলের আয় ছিল মোট ১,৫৯৯ কোটি টাকা৷ এদের মধ্যে বিজেপির অঙ্কটা ছিল সবচেয়ে ওপরে– ১ হাজার ৩৪ কোটি ২৭ লাখ টাকা৷ এবারে দেখা যাক ভারতের রাজনীতিতে দাপট দেখানো কোন দল কতটা ধনী...
জনতা পার্টি
দিল্লির এক সংস্থা এডিআর-এর রিপোর্ট অনুযায়ী, এক বছরের মধ্যে ভারতীয় জনতা পার্টির এক হাজার কোটি টাকার বেশি আয় হয়েছে৷ অবশ্য এর জন্য ৭১০ কোটি টাকা দলের খরচ হয়েছে৷ ২০১৫-১৬ এবং ২০১৬-১৭ সালের মধ্যে বিজেপির আয় ৮১ দশমিক ১ শতাংশ বেড়েছে৷
কংগ্রেস
রাজনীতির প্রভাবের মতোই তহবিলের ক্ষেত্রেও কংগ্রেস বিজেপির থেকে অনেক পিছিয়ে৷ ২০১৬-১৭ সালে কংগ্রেস দলের আয় হয়েছে ২২৫ কোটি টাকা, যেখানে এর জন্য খরচ হয়েছে ৩২১ কোটি টাকা৷ মানে খরচ আয়ের চেয়ে ৯৬ কোটি টাকা বেশি৷ এক বছর আগের তুলনায় দলের আয় ১৪ শতাংশ কমেছে৷
বহুজন সমাজ পার্টি
মায়াবতীর বহুজন সমাজ পার্টি এক বছরের মধ্যে ১৭৩ দশমিক ৫৮ কোটি টাকা আয় করেছে৷ এর জন্য ৫১ দশমিক ৮৩ কোটি টাকা খরচ হয়েছে৷ ২০১৬-১৭-তে এই দলের আয় ১৭৩ দশমিক ৫৮ শতাংশ বেড়েছে৷ দলে সাম্প্রতিক বছরগুলোতে বেশ লোকসান হয়েছে বটে, কিন্তু আমদানি বাড়ছে৷
ন্যাশানালিস্ট কংগ্রেস পার্টি
শরদ পাওয়ারের এ দলের আয় ২০১৬-১৭ তে ৮৮ দশমিক ৬৩ শতাংশ বেড়েছে৷ ২০১৫-১৬ তে যেখানে এই দলে ৯ দশমিক ১৩ কোটি টাকা আয় হয়েছে, ২০১৬-১৭ তে এই আয় বেড়ে ১৭ দশমিক ২৩ কোটি টাকা হয়েছে৷ এনসিপি মূলত মহারাষ্ট্র্রের রাজনৈতিক দল, কিন্তু অন্য রাজ্যে এর উপস্থিতি রয়েছে এবং এটি একটি জাতীয় দল৷
তৃণমূল কংগ্রেস
তথ্য বলছে, ২০১৫-১৬ এবং ২০১৬-১৭ সালের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের আয় ৮১ দশমিক ৫২ শতাংশ পড়তির দিকে ছিল৷ জাতীয় দলের যোগ্যতা সম্পন্ন এই দলের আয় ৬ দশমিক ৩৯কোটি টাকা এবং খরচ ছিল ২৪ দশমিক ২৬ কোটি টাকা৷ লোকসভাতে ৩৪ সদস্য বিশিষ্ট এই তৃণমূল কংগ্রেস ২০১১ থেকে পশ্চিমবঙ্গে রাজত্ব করছে৷
সিপিএম
২০১৫-১৬ এবং ২০১৬-১৭ সালের মধ্যে সীতারাম ইয়েচুরির নেতৃত্বে সিপিএম দলের আয় ৬ দশমিক ৭২ শতাংশ কম হয়েছে৷ ২০১৬-১৭ সালে দলে ১০০ কোটি টাকা আয় হয়েছে, যেখানে খরচ হয়েছে ৯৪ কোটি টাকা৷ সাম্প্রতিক সময়ে অবশ্য সিপিএমের রাজনৈতিক প্রভাব বেশ স্তিমিত৷
সিপিআই
জাতীয় দলগুলির মধ্যে সবচেয়ে কম আয় সিপিআইয়ের৷ ২০১৬-১৭ সালে দলে ২ দশমিক ০৭৯ কোটি টাকা আয় হয়েছে, যেখানে খরচ হয়েছে ১ দশমিক ৪ কোটি টাকা৷ লোক সভা এবং রাজ্যসভাতে সিপিআইয়ের একজন করে সাসংদ আছে৷ কেরালাতে এই দলের ১৯ বিধায়ক এবং পশ্চিমবঙ্গে ১ বিধায়ক রয়েছে৷
সমাজবাদী পার্টি
অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি ২০১৬-১৭ সালের ৮২.৭৬ কোটি টাকা আয় করে সবচেয়ে ধনী জাতীয় দল৷ কীভাবে? এর জন্য দলের ১৪৭ দশমিক ১ কোটি টাকার কাছাকাছি খরচ হয়েছে৷ মানে দল আয় থেকে বেশি ব্যয় করেছে! কাজেই ধনী তো বটেই!
তেলেগু দেশম পার্টি
অন্ধ্রপ্রদেশের শাসনের দায়িত্বে থাকা তেলেগু দেশম পার্টি ২০১৬-১৭ সালে ৭২ দশমিক ৯২ কোটি টাকা আমদানি করেছে৷ এর জন্য খরচ হয়েছে ২৪ দশমিক ৩৪ কোটি টাকা৷ দলের দায়িত্ব চন্দ্রবাবুর হাতে, তিনি এ রাজ্যের মুখ্যমন্ত্রীও বটে!
এআইডিএমকে এবং ডিএমকে
তামিলনাড়ুর শাসক দলের আসনে থাকা এআইডিএমকে ২০১৬-১৭ সালে ৪৮ দশমিক ৮৮ কোটি টাকা আয় করেছে যেখানে খরচ ছিল ৮৬ দশমিক ৭৭ কোটি টাকা৷ এর প্রতিদ্বন্দ্বী ডিএমকে ২০১৬-১৭ সালের ভেতর আয় করেছে ৩ দশমিক ৭৮ কোটি টাকা৷ যেখানে এদের খরচ ছিল ৮৫ দশমিক ৬৬ কোটি টাকা৷
এআইএমআইএম
সঞ্চয়ের কথা যদি বলেন, তাহলে আসাদউদ্দীনের এআইএমআইএম দলের নাম সবার আগে৷ ২০১৬-১৭ তে ৭ দশমিক ৪২ কোটি টাকা আয় এবং এর জন্য খরচ মাত্র ৫০ লাখ৷ মানে দল ৯৩ শতাংশ লাভ করেছে!
সূত্র: ডয়েচে ভেলে
এমজে/
আরও পড়ুন