ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ফিলিস্তিনিদের ভয়ে বাঙ্কারে ইসরায়েলিরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৯, ৪ জুন ২০১৮

ফিলিস্তিনি রকেট হামলার ভয়ে বাঙ্কারে আশ্রয় নিয়েছিল ইসরায়েলিরা। আহত ফিলিস্তিনিদের চিকিৎসা সেবা দিতে গিয়ে ইসরায়েলি গোলায় এক নার্স নিহতের ঘটনায় দু দেশের মধ্যে ফের উত্তেজনা দেখা দেয়।

গাজা থেকে ইসরায়েলি সেনা স্থাপনা লক্ষ্য করে দুটি রকেট হামলা চালালে ইসরায়েলি সেনারা বাঙ্কারে আশ্রয় নেয়। একইসঙ্গে ওই এলাকার লোকজনকে সেনা বাঙ্কারে সরিয়ে নেয় তারা।

জানা যায়, গত শনিবার সন্ধ্যায় ইসরায়েলে রকেট হামলা হতে পারে এমন খবর আগেই পেয়েই যায় ইসরায়েলি বাহিনী। এরপর ফিলিস্তিন থেকে ছোড়া দুটি রকেটের একটিকে ভূপাতিত করে ইসরায়েল। অন্যটি তাদের সেনা স্থাপনায় আঘাত হানে। তবে এখন পর্যন্ত ওই হামলায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।

সূত্র: আল-জাজিরা
এমজে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি