ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

(ভিডিও)

টাকার হিসাব চাওয়ায় ছাত্রকে নগ্ন করে ভিডিও প্রচার!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫২, ৬ জুন ২০১৮ | আপডেট: ১৫:৫৪, ৬ জুন ২০১৮

ছাত্রজীবনেই চরম লাঞ্ছনার শিকার হলেন বছর আঠারোর এক যুবক৷ কলকাতার আমহার্স্ট স্ট্রিটের সেন্ট পলস কলেজের ইউনিয়ন রুমে ফান্ডের হিসেব চাওয়ায় প্রথম বর্ষের এক ছাত্রকে নগ্ন করে ভিডিও তোলে সেই কলেজের প্রাক্তনীরা৷ এরপর তা ছড়িয়ে দেওয়া হয় কলেজের পড়ুয়াদের মধ্যে৷

ভাইরাল ভিডিওর সুবাদে ঘটনাটি প্রকাশ্যে আসে৷ ভিডিওতে দেখা গেছে, টেনেহিঁচড়ে নিগৃহীত ছাত্রের পোশাক খুলে নেওয়া হচ্ছে৷ এরপর ছাত্রটি নগ্ন হয়ে কলেজের রুমে সিনিয়রদের কাছে কাতর আবেদন জানাচ্ছেন এবং তাতে কেউই কর্ণপাত করেননি৷ তখন ছাত্র প্রাণপনে লজ্জা নিবারণের চেষ্টা করেন৷ সামনে যা পেয়েছেন, তাই দিয়ে লজ্জা নিবারণ করেছেন এবং ঘরময় ছুটে বেড়িয়েছেন৷ এখানেই শেষ নয়, ওই ছাত্রকে বলা হয়েছিল এ ঘটনার কথা কাউকে বললে এই ভিডিও ছড়িয়ে দেওয়া হবে৷ ভয়ে নিগৃহীত ছাত্র কিছুদিন কলেজে আসেননি৷ কিন্তু কয়েকদিন পরে কলেজে এসেই তিনি দেখলেন তার নগ্ন অবস্থার ভিডিও চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়েছে৷ এরপরই তিনি পুলিশের কাছে যান৷

গত ১৭ মে কলেজ ইভেন্টের ফান্ড ঘিরে বচসার জেরে তাকে নগ্ন করে হেনস্থা করা হয় বলে পুলিশের কাছে অভিযোগ করেছেন নিগৃহীত ছাত্র৷ ঘটনায় অভিযুক্ত চারজনের বিরূদ্ধে গত সোমবার এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশ৷ নিগৃহীত ছাত্র বলেছেন, ‘আমি জানতে চেয়েছিলাম ইভেন্টের নাম করে যে টাকাগুলো ছাত্রদের কাছ থেকে নেওয়া হয়েছে সেগুলো কোথায় ব্যবহার করা হয়েছে৷ আর সে কারণেই আমাকে হেনস্থা করা হয়েছে৷ আমাকে নগ্ন করে ওরা আমার ভিডিও তুলেছে৷’

এই আকস্মিক বিপর্যয়ে সেই ছাত্র মানসিকভাবে ভেঙে পড়েছেন৷ এমনকি আত্মহত্যারও চেষ্টা করেন৷ কিন্তু তার বন্ধুদের পরামর্শে তিনি আত্মহত্যা করেননি৷

অভিযুক্তদের মধ্যে সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিয়নের সভাপতি অর্ণব ঘোষের পাশাপাশি এফআইআর-এ নাম রয়েছে কলেজের বর্তমান ছাত্র অভিজিৎ দলুই, নন-টিচিং স্টাফ অনন্ত প্রামাণিক ও বহিরাগত শেখ এনামূল হকের৷ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন৷

সূত্র: ডয়চে ভেলে

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি