ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

স্পেনের ১৮ সদস্যের মন্ত্রীসভায় ১১ জনই নারী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৬, ৭ জুন ২০১৮

স্পেনের নতুন মন্ত্রী সভায় ১১ জন নারী সদস্যকে অন্তর্ভুক করা হয়েছে। ১৮ সদস্য বিশিষ্ট মন্ত্রী সভায় স্থান হয়েছে এই ১১ নারী সদস্যদের। স্পেনের নব্য নিযুক্ত প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নতুন মন্ত্রীসভায় জায়গা পেতে যাচ্ছেন এই নারী মন্ত্রীরা।

প্রতিরক্ষা, অর্থনীতি, ব্যয় সংকোচন এবং শিক্ষার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন এসব নারী মন্ত্রীরা। এছাড়াও পেদ্রো দুকু নামের এক নারীকে দেওয়া হয়েছে বিজ্ঞান মন্ত্রণালয়ের দায়িত্ব। পেদ্রো দুকু স্পেনের সাবেক নারী নভোচারী।

গত সপ্তাহে সাবেক প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয় ক্ষমতাচ্যুত হলে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন পেদ্রো সানচেজ। নারীবাদী হিসেবে পরিচিতি আছে এই সমাজতান্ত্রিক নেতার। সানচেজের এই মন্ত্রীসভার আগে স্পেনসহ পুরো ইউরোপের কোন দেশের মন্ত্রীসভায় নারীদের এমন আধিক্য দেখা যায়নি।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষনে সানচেজ বলেন, নতুন সরকার এমন ব্যক্তিদের নিয়ে হচ্ছে যারা আধুনিক ও ইউরোপপন্থী প্রগতিশীল সমাজ সম্পর্কে সমদৃষ্টিভঙ্গি ধারণ করেন।

সূত্রঃ বিবিসি

//এস এইচ এস//

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি