ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

কিমকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানাতে পারেন ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২০, ৮ জুন ২০১৮ | আপডেট: ১১:২১, ৮ জুন ২০১৮

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় বৈঠক ভালোভাবে শেষ হলে তাকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানাতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় বৃহস্পতিবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এ কথা বলেন।

পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘ দিনের তিক্ততার পর আগামী ১২ জুন সিঙ্গাপুরের সান্টোস দ্বীপের একটি হোটেলে মিলিত হতে যাচ্ছেন কিম এবং ট্রাম্প। ট্রাম্প বলেন, কোরীয় যুদ্ধ বন্ধে সমঝোতায় পৌঁছানো সম্ভব। এটাকে তিনি সমঝোতার সবচেয়ে সহজ অংশ হিসেবে মন্তব্য করেছেন।

যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা চায়, উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র পরিত্যাগ করুক। ট্রাম্প জানিয়েছেন, উত্তর কোরিয়ার উদ্দেশ্য বুঝতে এক বৈঠকের চেয়ে বেশি কিছু লাগবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, কিম জং উন পরমাণু নিরস্ত্রীকরণে ইচ্ছুক বলে তাকে ইঙ্গিত দিয়েছেন।

এর আগে ট্রাম্পের নীতি ছিল, উত্তর কোরিয়ার ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করা। তবে পরে তিনি বলেছেন, চাপ প্রয়োগ কথাটি তিনি ব্যবহার করবেন না। কারণ উত্তর কোরিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সমঝোতায় যাচ্ছেন তারা।

ট্রাম্প বলেন, আলোচনা ভালোভাবে না এগোলে তিনি বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত আছেন। আর যদি ভালোভাবে কথাবার্তা এগোয়, তাহলে তিনি কিমকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানাবেন।

সূত্র: বিবিসি

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি