ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ইরাকে পুনরায় ভোট গণনায় আইন পাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৬, ১১ জুন ২০১৮

ইরাকে সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনের পুনরায় ভোট গণনা করতে একটি আইন পাশ করেছে দেশটির পার্লামেন্ট। শুধু তাই নয়, নির্বাচনে কারচুপি ও ব্যালট বাক্স পুরিয়ে দেওয়ার ঘটনায় শক্ত পদক্ষেপ নেওয়ার হুশিয়ারি দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী হায়দার-আল-আবাদী।

হায়দার আল আবাদী বলেন, ‘ইরাকের ভোট গ্রহণকেন্দ্র পোড়ানো ও ব্যালট বাক্স পোড়ানোর মধ্যে ষড়যন্ত্র রয়েছে। একটি অংশ দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে দেশকে ধ্বংস করতে চায়। তাদের ছাড় দেওয়া হবে না। খুব শিগগিরই তাদের পাকড়াও করা হবে।’

জানা যায়, গত মাসেই দেশটিতে বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের শতাধিক ব্যালটবক্স পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠে। অন্যদিকে নির্বাচনে বর্তমান সরকারের ভরাডু্বি হয়। আবাদীর সরকার নির্বাচনের তৃতীয় অবস্থানে আছেন। অন্যদিকে মধ্য ডানপন্থীদল নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায়।

এদিকে নির্বাচনী কেন্দ্র ও যুদ্ধ নিয়ন্ত্রণ কেন্দ্র পুড়িয়ে দেওয়ায় ঘটনায় হায়দার আবাদী বলেন, এ ধরণের হামলার মাধ্যমে রাষ্ট্রের গণতন্ত্রকে হুমকির ফেলতে চায় দেশের একটি অংশ। অন্যদিকে সংসদের স্পিকার সেলিম আল জাবোরি দেশটিতে নতুন করে নির্বাচন দেওয়ার আহ্বান জানান।

সূত্র: আল-জাজিরা
এমজে/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি