ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৭, ১১ জুন ২০১৮ | আপডেট: ১৪:৪৪, ১১ জুন ২০১৮

যুক্তরাষ্ট্রের সাথে নতুন সম্পর্ক স্থাপন করতে চায় উত্তর কোরিয়া। এ লক্ষ্যে আগামীকাল সিঙ্গাপুরে ঐতিহাসিক বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরীয় নেতা কিম জং উন। বৈঠকে বিশেষ গুরুত্ব পাবে স্থায়ী শান্তির বিষয়টি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরীয় নেতা কিম জং উনের বৈঠক উপলক্ষে সকল প্রস্তুতি শেষ করেছে সিঙ্গাপুর। সান্টোস দ্বীপের ফোর্ট সিলোসোর কামানগুলো সাজানো হয়েছে ফুলে ফুলে।

পরমাণু কর্মসূচি বিষয়ে উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মধ্যে উত্তপ্ত অবস্থা নিরসনে সাক্ষাতে মিলিত হচ্ছেন ট্রাম্প-উন। দীর্ঘ বৈরিতা ভুলে আলোচনায় প্রাধান্য পাবে শান্তি প্রতিষ্ঠার বিষয়টি।

কোরিয় উপদ্বীপে কিভাবে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা যায় সিঙ্গাপুর বৈঠকে সে বিষয়টিকেই আলোচনার প্রধান বিষয় হিসেবে দেখছে উত্তর কোরিয়া। সেইসঙ্গে, সভার আলোচ্যসূচি নির্ধারনের কথা জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

এরআগে, পরমাণু পরীক্ষা কেন্দ্রগুলো বন্ধ করে দেয়ার আশ্বাস দেয় উত্তর কোরিয়া। ক্ষেপনাস্ত্র কর্মসূচিও স্থগিত করার কথা জানায় দেশটি।

অপরদিকে, সিঙ্গাপুরে পৌঁছেই বৈঠকটিকে শান্তি মিশন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এ আলোচনা একটি ধারাবাহিক প্রক্রিয়া বলে জানান তিনি।

দ্বীপের তিরিশ একর জায়গায় নির্মিত ক্যাপেলা হোটেলে সময়ের আলোচিত বৈঠকে বসবেন দুই নেতা। এউপলক্ষ্যে মার্কিন দূতাবাসসহ সাংগ্রিলা ও সেন্ট রেজিস হোটেলের মত ভবনে জোরদার করা হয়েছে নিরাপত্তা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি