ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভূমধ্যসাগরে আটকে থাকা শরণার্থীদের আশ্রয় দিল স্পেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৪, ১২ জুন ২০১৮ | আপডেট: ১১:৪৫, ১২ জুন ২০১৮

Ekushey Television Ltd.

মানবিক বিপর্যয় এড়াতে ভূমধ্যসাগরে আটকে যাওয়া অভিবাসন প্রত্যাশীদের একটি জাহাজ গ্রহন করছে স্পেন।  এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট পেড্রো সানচেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সেখানে থাকা ছয় শতাধিক শরণার্থীকে নিরাপদ আশ্রয় দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাহাজটি ভ্যালেন্সিয়া বন্দরে নোঙ্গর করার নির্দেশ দিয়েছেন পেড্রো সানচেজ।

এদিকে স্পেনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে টুইট করেছেন মাল্টার প্রধানমন্ত্রী জোসেফ মাসকট।

এরআগে অভিবাসী গ্রহণে অস্বীকৃতি জানায় ইতালি ও মাল্টা। লিবিয়ার উপকূল থেকে ৬২৯ অভিবাসীকে উদ্ধার করে জার্মানির দাতব্য সংস্থা এসওএস মেডিটেরানে।

এসওএসের কর্মকর্তারা জানিয়েছেন, তারা যেখান থেকে শরণার্থীদের উদ্ধার করেছে সেটি মাল্টা থেকে মাত্র ২৭ নটিক্যাল মাইল দূরে। অন্যদিকে ইতালি থেকে ৩৫ নটিক্যাল মাইল দূরে।

যুদ্ধবিধ্বস্ত কয়েকটি দেশ থেকে পালিয়ে লিবিয়া উপকূলে আশ্রয় নিয়েছিল ওই শরণার্থীরা। ভাগ্য পরিবর্তনের আশায় ইউরোপে পাড়ি দেওয়ার পরিকল্পনা করলেও নৌকা ডুবিতে শরণার্থীদের অনেককেই দুর্ভাগ্য বরণ করতে হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি