রাহুলের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ
প্রকাশিত : ১৮:০১, ১২ জুন ২০১৮
আরএসএস কর্মী রাজেশ কুন্তের অভিযোগ ছিল, আরএসএস মহাত্মা গান্ধীকে হত্যা করেছে, ২০১৪-তে এমনটাই বলেছেন রাহুল। এরপর থেকেই আইনি জটিলতায় পড়ে যান রাহুল। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন, বিজেপি কিংবা আরএসএসকে তার বিরুদ্ধে যত খুশি মামলা দায়ের করুক। তারা যুদ্ধ করবেন এবং জয়ী হবেন বলে মন্তব্য করেছেন রাহুল।
আদালত কক্ষে হাজির হওয়ার পর বিচারক রাহুল গান্ধীকে বলেন, তার বিরুদ্ধে আরএসএস, তাদের সংগঠনের বিরুদ্ধে কুৎসার অভিযোগ দায়ের করেছে। তাদের (আরএসএস) অভিযোগ, রাহুলের মন্তব্যে সংগঠনের ক্ষতি হয়েছে। আদালতের সেই কপি তিনি পেয়েছেন কিনা, রাহুলকে জিজ্ঞাসা করেন বিচারক। রাহুল সেই সময় সম্মতিসূচক উত্তর দেন।
গত মাসেই ভিওয়ান্দি আদালত কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে ১২ জুন আদালতে হাজিরার নির্দেশ দিয়েছিল।
এর আগে এই মামলা বাতিল করতে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন রাহুল গান্ধী। কিন্তু তখন আদালত জানায়, যদি তিনি বক্তব্যের জন্য ক্ষমা না চান তাহলে বিচার প্রক্রিয়ায় মুখোমুখি হতে হবে তাকে। শীর্ঘ আদালতের উপদেশ মেনে নিতে অস্বীকার করেন রাহুল। বিচার প্রক্রিয়ার ওপরেই নিজের ভরসা রাখেন।
তথ্যসূত্র: ওয়ান ইনডিয়া।
এসএইচ/
আরও পড়ুন