মেসিডোনিয়া হচ্ছে উত্তর মেসিডোনিয়া
প্রকাশিত : ১৭:৪১, ১৭ জুন ২০১৮
মেসিডোনিয়ার নতুন নাম হচ্ছে উত্তর মেসিডোনিয়া। প্রতিবেশী দেশ গ্রীসের সাথে ঐতিহাসিক এক চুক্তির মাধ্যমে নিজেদের নামে পরিবর্তন আনতে যাচ্ছে দেশটি।
আজ রবিবার দুই দেশের সীমান্তবর্তী অঞ্চল লেক প্রেসপা’তে এই চুক্তি স্বাক্ষরিত হয়। দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এতে স্বাক্ষর করেন।
গ্রীসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিজ সিপরাস এই চুক্তিস্বাক্ষরকে “সাহসী, ঐতিহাসিক এবং আমাদের জনগণের জন্য প্রয়োজনীয় একটি পদক্ষেপ” হিসেবে আখ্যায়িত করেন।
মেসিডোনিয়ার নাম নিয়ে গ্রীসের সাথে এক দশকেরও বেশি সময় ধরে দ্বন্দ্ব ছিল দেশটির। ১৯৯১ সালে যুগোস্লাভিয়া থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে মেসিডোনিয়া। সেই সময় থেকেই মেসিডোনিয়ার নাম নিয়ে আপত্তি জানিয়ে আসছিল গ্রীস। কারণ গ্রীসেরও একটি অংশের নাম মেসিডোনিয়া। এছাড়াও ঐতিহাসিকভাবে মেসিডোনিয়া বলতে গ্রীসকেই বোঝানো হতো।
তবে এই চুক্তির ফলে মেসিডোনিয়ার নতুন নাম হবে রিপাবলিক অব নর্থ মেসিডোনিয়া। এই চুক্তির আওতায় মেসিডোনিয়ার নাম পরিবর্তনের শর্তে দেশটির ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং ন্যাটোতে অন্তর্ভুকিতে কোন ‘ভেটো’ দেবে না গ্রীস।
চুক্তি স্বাক্ষর হলেও চুক্তি কার্যকরের জন্য দুই দেশের সংসদে এই চুক্তি পাস হতে হবে। চুক্তির পাস হলে তবেই তা কার্যকর হবে।
আরও পড়ুন