উত্তর কোরিয়ার ক্ষেপনাস্ত্র পরীক্ষাগার চিহ্নিত
প্রকাশিত : ১১:১৯, ২১ জুন ২০১৮
যুক্তরাষ্ট্রের এক ঊর্ধতন কর্মকর্তা বলেছেন, উত্তর কোরিয়ার পশ্চিমাঞ্চলীয় এলাকায় থাকা ক্ষেপনাস্ত্র পরীক্ষাগারটি থেকে ক্ষেপনাস্ত্রের ইঞ্জিন পরীক্ষা করা হতো। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে ওই পরীক্ষাগারটি গুড়িয়ে দেওয়ার বিষয়ে সম্মত হয়েছিলেন কিম জং উন।
গত ১২ জুন ট্রাম্প ও কিমের মধ্যে বৈঠকে কিম জানায়, যেই পরীক্ষাগারটি থেকে ক্ষেপনাস্ত্র পরীক্ষা করা হতো সেটি খুব দ্রুতই ধ্বংষ করে ফেলা হবে। তবে ওই মুহূর্তে কিম পরীক্ষারটির নাম মুখে আনেননি। এবার মার্কিন এক ঊর্ধতন কর্মকর্তা বিষয়টির সত্যতা জানালেন।
চিহ্নিত হওয়া ওই পরীক্ষাগাড়ের নাম সুহায়ে স্যাটেলাইট লঞ্চিং গ্রাউন্ড। জানা যায়, উত্তর কোরিয়া ওই স্থান থেকে তরল-জ্বালানি চালিত ইঞ্জিনের পরীক্ষা করতো। বিশেষ করে দূর পাল্লার ব্যালিস্টিক মিসাইল ক্ষেপনাস্ত্রের ইঞ্জিনের পরীক্ষা করা হতো।
সূত্র: রয়টার্স
এমজে/
আরও পড়ুন