ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পেইনকিলার কেড়ে নিল ৪৫৬ জনের প্রাণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৭, ২১ জুন ২০১৮

Ekushey Television Ltd.

যুক্তরাজ্যের গোসপোর্ট ওয়্যার মেমোরিয়াল হাসপাতালে রোগীদের শরীরে বিপজ্জনক পেইনকিলার মাত্রাতিরিক্ত দেওয়ার ফলে ৪৫৬ জন রোগীকে মৃত্যুবরণ করতে হয়েছিল। এদিকে দেশটির একটি স্বাধীন প্যানেল জানিয়েছে, বিপজ্জনক পেইনকিলারের মাত্রারিক্তি ব্যবহারের ফলে আরও ২০০ রোগীকে একই ভাগ্য বরণ করতে হতে পারে।


স্বাধীন প্যানেলের করা তদন্ত প্রতিবেদন হতে জানা যায়, ১৯৮৯ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত এত বিপুল সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে কেবল পেইনকিলারের মাত্রারিক্ত ব্যবহারের ফলে। এই ঘটনাকে ভুল চিকিৎসা বলে আখ্যায়িত করেছেন স্বাধীন কমিশনের কর্মকর্তারা। তারা আরও জানায়, ডা. জেন বার্টন অপ্রয়োজনে মাত্রারিক্ত পেইনকিলার প্রেসকাইব করতেন।

নিউ হ্যাম্পশায়ারের ওই হাসপাতালে কোনো ধরণের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই পেইনকিলারের ব্যবহার করতেন ডাক্তাররা। এদিকে স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনের পরই প্রধানমন্ত্রী তেরেসা মে দুর্ভাগ্য বরণ করা ওইসব রোগীর স্বজনদের কাছে ক্ষমা চেয়েছেন। এদিকে স্বাস্থ্যসচিব জেরিম হান্ট বলেন, ইতোমধ্যে পুলিশকে ঘটনা তদন্তে নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: রয়টার্স
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি