তালেবান হামলায় ৩০ আফগান সেনা নিহত
প্রকাশিত : ১২:৩৪, ২১ জুন ২০১৮
তালেবান যোদ্ধারা হামলা চালিয়ে ৩০ আফগান সেনাকে হত্যা করেছে। শুধু তাই নয়, হামলার পরই পশ্চিমাঞ্চলীয় শহর বাদগিসের একটি সেনা ক্যাম্প দখলে নিয়েছে তালেবান যোদ্ধারা। ঈদুল-ফিতরের পর এটাই আফগান সেনাদের লক্ষ্য করে তালেবানদের প্রথম কোনো হামলা।
গত রোববার তালেবানের সঙ্গে আফগান সেনাদের যুদ্ধবিরতির দিন শেষ হয়েছে। প্রাদেশিক গভর্নর আব্দুল ঘাফুর মালিকজাই বলেন, তালেবানরা দুটি নিরাপত্তা চৌকিতে হামলা চালিয়েছে। এদিকে বাদঘিস প্রাদেশিক কাউন্সিলের প্রধান আব্দুল আজিজ বেক জানায়ন, একটি সেনা ক্যাম্প লক্ষ্য করে ওই হামলা চালায় তালেবান যোদ্ধারা।
বেক আরও জানায়, বিপুল সংখ্যক তালেবান যোদ্ধা ওই এলাকার একটি সেনাক্যাম্প দখলে নিয়েছে। ৩০ সেনা নিহত হওয়ার পরই বিভিন্ন প্রদেশ থেকে শত শত তালেবান যোদ্ধা ওই এলাকায় অবস্থান শুরু করেছে। এদিকে প্রদেশের অন্য জেলায় সেনা অভিযানে অন্তত ১৫ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে।
সূত্র: দ্য ডন
এমজে/
আরও পড়ুন