ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

হজ্বের টাকা ব্যয় হচ্ছে যুদ্ধে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১০, ২৭ জুন ২০১৮

বলা হয়ে থাকে, মহান স্রষ্টার অশেষ কৃপার দেশ সৌদি আরব। দেশটি কোনো ধরণের বিনিয়োগ ছাড়াই বছরে হাজার হাজার কোটি ডলার আয় করে। বিত্তবান মুসলিম উম্মাহর অবশ্য পালনীয় হজ্বের খরচ থেকে এই বিলিয়ন ডলার আয় করেন সৌদির রাজ পরিবার। তবে এই টাকা কোনো গরীব-অসহায় কিংবা দুস্থ মানুষের কাজে ব্যয় হয় না। ব্যয় হয় না কোনো ধর্মীয় কাজেও। এই টাকা খরচ হয় সৌদির যুদ্ধে।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম দেশে হামলা চালাচ্ছে সৌদি আরব। ইতোমধ্যে দেশটি অস্ত্রক্রয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশের স্বীকৃতি পেয়েছে। তাইতো তিউনিসিয়ার প্রধান ইমাম এই অভিযোগ করেছেন। শুধু তাই নয়, এই অভিযোগ এনে দেশটির প্রধান মুফতির সঙ্গে সাক্ষাৎও করেছেন তিনি। বলেছেন, হজ্বের সময় যাতে কমিয়ে দেওয়া হয় সেজন্য হাজীদের নিরুৎসাহিত করতে। হজ্ব যাত্রীদের খরচ কমাতেই এই দাবি জানান তিনি।

ফাদেল আশর নামের ওই ইমাম বলেন, সৌদির সরকার যে টাকা হজ্ব থেকে আয় করছে, তার সবই ব্যয় করছে অস্ত্র ক্রয়ে। শুধু তাই নয়, হজ্বের টাকায় কেনা অস্ত্র মুসলিম বিশ্বের বিরুদ্ধেই ব্যবহার করছে সৌদির সরকার। তাই মুসলিম উম্মাহকে পুরো হজ্বপালন সম্পন্ন না করতে নিরুৎসাহিত করার কথাও বলেন তিনি।

এদিকে যে টাকা দিয়ে তিউনিসিয়ার লোকজন হজ্ব করবে, সে টাকা দিয়ে তিউনিসিয়ার মুসলিম উম্মাহর কাছে ব্যয় করারও পরামর্শ দিয়েছেন তিনি। এদিকে হজ্বের টাকা দিয়ে কেনা অস্ত্র দ্বারা তিউনিসিয়া, ইয়েমেন ও সিরিয়ার মতো মুসলিম প্রধান দেশে সৌদি আরব হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সূত্র: মিডল ইস্ট মনিটর
এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি