সামাজিক কাজে অংশগ্রহণ
তরুণদের প্রশিক্ষণ গ্রহণ বাধ্যতামূলক করছে ফ্রান্স
প্রকাশিত : ১২:২৯, ২৮ জুন ২০১৮
১৬ বছরের তরুণ-তরুণীদের জন্য জাতীয়সেবা কার্যক্রম ফিরিয়ে এনেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে নির্বাচনী প্রচারণাকালে এ সেবাকার্যক্রম পুনরায় ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছিলেন তিনি। জাতীয় সেবা কার্যক্রমে তরুণদের অংশগ্রহণ নিশ্চিতেই ষোলো বছরের তরুণ-তরুণীদের এ প্রশিক্ষণ দেওয়া হবে।
এই সেবাকার্যক্রমে দেশের ১৬ বছর বয়সীদের সংযুক্ত করা হবে। তরুণ-তরুণীদের দুই ধাপে ভাগ করে এই সেবা দেওয়া হবে। প্রথম ধাপে তাদেরকে সমাজ ও সংস্কৃতি বিষয়ে ধারণা দেওয়া হবে। এটি তাদের মধ্যে সমাজে তাদের ভূমিকা বিষয়ে শিক্ষিত করে তুলবে। এ ছাড়া নতুন সম্পর্ক গঠনে কিভাবে ভূমিকা রাখতে হয়, তাও শিক্ষা দেওয়া হবে এই ধাপে। এটা সবার জন্য বাধ্যতামূলক করা হয়েছে।
স্বেচ্ছায় শিক্ষাদান ও দাতব্যকাজে তরুণ-তরুণীদের অংশগ্রহণ বাড়ানোর জন্যই এমন উদ্যোগ হাতে নিয়েছেন ইমানুয়েল ম্যঁক্রো। এ ছাড়াও তাদের সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে। পুলিশ, সামরিক বাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তাদের এ প্রশিক্ষণ দেবেন। অনেক রাজনীতিকই এর প্রশংসা করেছেন। তবে অনেকেই এর বিরোধীতাও করেছেন।
দ্বিতীয় ধাপে তাদের তিনমাসের প্রশিক্ষণ দেওয়া হবে। এ ধাপটি ঐচ্ছিক ধরা হয়েছে। প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে তরুণদের স্বেচ্ছায় অংশগ্রহণ নিশ্চিত করতেই এমন উদ্যোগ।
সূত্র: বিবিসি
এমজে/
আরও পড়ুন