ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

সার্বভৌমত্ব প্রশ্নে এক ইঞ্চিও ছাড় দেবো না: যুক্তরাষ্ট্রকে জিনপিং

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩০, ২৮ জুন ২০১৮

সার্বভৌমত্ব প্রশ্নে কাউকে এক ইঞ্চিও ছাড় দেবে চীন। যুক্তরাষ্ট্রকে সাফ জানিয়ে দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার দেশটিতে সফররত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসকে উদ্দেশ্য করে শি বলেন, এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এক ইঞ্চিও ছাড় দেওয়া হবে না।
‘আমাদের অবস্থান একেবারেই পরিস্কার ও দৃঢ় যে, সার্বভৌমত্ব ও ভূখন্ডগত অখন্ডতার প্রশ্নে কাউকে এক ইঞ্চিও ছাড় দেওয়া হবে না’-যোগ করেন জিনপিং। তিনি বলেন, আমরা কারো ভুখন্ড দখলও করবো না, আবার নিজের ভুখন্ড বেদখল হতে দেবো না।
২০১৪ সালের পর প্রথম কোনো প্রতিরক্ষামন্ত্রী হিসেবে চীন সফর করেছেন ম্যাটিস। সেখানে দ্য গ্রেট হল অব পিপলে চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন তিনি।
শি জিনপিং বলেন, চীন সম্প্রসারণবাদী নয়, উপনিবেশও করতে চায় না। তবে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় তাদের অবস্থান খুবই স্পষ্ট।
তিনি বলেন, ‘আমরা আমাদের এক ইঞ্চিও ছাড় দেবো না। একইসঙ্গে অন্য কারও ছোট অংশও আমরা দখল করবো না।’ তিনি বলেন, প্রশান্ত মহাসাগর এত বড় যে যুক্তরাষ্ট্র বা চীনসহ সবাই এর সুবিধা ভোগ করতে পারে।
সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস জানায়, দক্ষিণ চীন সাগরের প্রায় পুরোটা অংশই দখল করে রেখেছে চীন। এতে করে ব্রুনাই, মালয়েশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম ও তাইওয়ানের দাবি করা অংশ থাকছে না।
ম্যাটিস এমন সময়েই চীন সফর করছেন যখন দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তা নিয়েও দুদেশের সম্পর্কে টানাপোড়েন চলছে।
ম্যাটিস এর আগে বারবারই চীনের সমালোচনা করে আসছেন। তার দাবি, চীনের অবস্থান হুমকি ও উষ্কানিমূলক।
চীনা বিশেষজ্ঞরা মনে করছেন, পেন্টাগন প্রধানের এই সফর মূলত দুই দেশেরই সমঝোতায় আসার প্রয়াসের প্রতিফলন। শি জিনপিং বলেন, দুই দেশেরই উচিত পারষ্পরিক শ্রদ্ধাবোধ রেখে নিজেদের সর্বোচ্চা সুবিধার একটি দ্বিপাক্ষিক সম্পর্ক স্শাপন করা। সামরিক সম্পর্কও এতে ভূমিকা রাখতে পারে। ম্যাটিসও তার সুর টেনে বলেছেন, যুক্তরাষ্ট্রও সামরিক ও দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর জোর দিচ্ছে।
এর আগে মঙ্গলবার চীনা প্রতিরক্ষামন্ত্রী জেনারেল উই ফেঙ্গের সঙ্গে দেখা করেছেন ম্যাটিস।
সূত্র : সিএনএন।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি