ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

প্রতিবাদকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে খোমেনির আহ্বান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১২, ২৮ জুন ২০১৮

রিয়ালের দরপতনের বিরুদ্ধে প্রতিবাদ করায় অর্থনৈতিক নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে প্রতিবাদকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ-আল-খোমেনি।

এ লক্ষ্যে বিচার বিভাগকে ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দেন তিনি। আয়তুল্লাহ আল খোমেনির সরকারি ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, দেশের কর্মপরিবেশ, জীবন ও জীবনযাত্রার নিরাপত্তা দরকার। যারা দেশের অর্থনীতিকে বাধাগ্রস্ত করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আদালতের দায়িত্ব হয়ে পড়েছে বলেও জানান ওই নেতা।

মুদ্রা বিনিময় মার্কেটের সামনে গত সোমবার দেশটির হাজার হাজার ব্যবসায়ী জড়ো হয়ে দরপতনের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। তেহরানের গ্রান্ড বাজার এলাকায় ওই বিক্ষোভের ডাক দেয় ব্যবসায়ীরা। এতে ওই এলাকার দোকানপাটসহ সব ধরণের ব্যবসায়ী কার্যক্রমে স্থবিরতা নেমে আসে।

রিয়ালের দরপতনের কারণে দেশটিতে আমদানিকৃত সব পণ্যের দাম বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। গত ছয়মাসে ডলারের বিপরীতে দেশটির মুদ্রার মান প্রায় ৫০ শতাংশ নিচে নেমে গেছে।

এদিকে প্রেসিডেন্ট হাসান রুহানি এক বিবৃতিতে বলেন, সরকারের আয় বাড়েনি, তাই মুদ্রা ব্যবস্থার উপর কিছুটা প্রভাব পড়েছে। তবে ইরানের মুদ্রা বিনিময় নিয়ে যে তথ্য ছড়ানো হচ্ছে, তা আন্তর্জাতিক গণমাধ্যম সৃষ্ট গুজব বলেও উড়িয়ে দিয়েছেন তিনি।

সূত্র: আল-জাজিরা
এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি