ট্রাম্পে নাখোশ: আরেক মার্কিন রাষ্ট্রদূতের পদত্যাগ
প্রকাশিত : ১৪:২০, ৩০ জুন ২০১৮ | আপডেট: ১৪:২১, ৩০ জুন ২০১৮
এস্তোনিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস ডি ম্যালভিলে পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যের জেরে তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
ফরেন পলিসি ম্যাগাজিনের উদ্বৃতি দিয়ে বিবিসি জানিয়েছে, জেমস ডি ম্যালভিলে ফেসবুক পোস্টের মাধ্যমে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শুল্ক নীতি নিয়ে ইউরোপীয় কিছু শিল্প কারখানার উপর করারোপ করেন। শুধু তাই নয়, ন্যাটোর সহযোগীদের তীব্র সমালোচনা করেন ট্রাম্প। ইউরোপীয় মিত্রদের বিষয়ে কড়া সুরে কথা বলায় ট্রাম্পের উপর চটেছেন জ্যৈষ্ঠ এই কূটনীতিক। গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন জ্যৈষ্ঠ কূটনীতিক স্বেচ্ছায় অবসরে গেছেন।
চলতি বছরের জানুয়ারি মাসে পানামায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন ফ্রিলি পদত্যাগপত্র জমা দেন। প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে কাজ করা সম্ভব নয় বলে জানিয়ে তিনি অবসরে গেছেন। গত মাসে নাইরোবিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এলিজাবেথ শেকেলফোর্ড পদত্যাগ করেন।
সূত্র: বিবিসি
এমজে/
আরও পড়ুন