ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মার্কেল-হোর্স্ট মুখোমুখি, হুমকির মুখে মার্কেলের রাজনীতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩০, ২ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

অভিবাসী নীতিতে জার্মানির চ্যাঞ্চেলর অ্যাঞ্জেলা মার্কেল ও তার কোয়ালিশন জোটের প্রধান হোর্স্ট সিহোফার মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছেন। এরইমধ্যে হোর্স্ট কোয়ালিশন ছাড়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। এতে মার্কেলের ভবিষ্যৎ রাজনীতি হুমকির মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে।

অভিবাসীদের প্রবেশ ঠেকাতে জার্মানির চ্যাঞ্চেলর অ্যাঞ্জেলা মার্কেলের করা ইউরোপীয় চুক্তির প্রতিবাদে পদত্যাগ করতে যাচ্ছেন দেশটির অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী হোর্স্ট সিহোফার। মার্কেলের কোয়ালিশন জোট সিএসইউ এর গুরুত্বপূর্ণ এই নেতা বেশ কিছুদিন ধরেই অভিবাসী ইস্যুতে মার্কেলের অবস্থানের প্রতিবাদ করছেন। শুধু তাই নয়, এই ইস্যুতে অবশেষে জোটের মধ্যে ফাটলই ধরলো।

জার্মানি সীমান্তে আটকাপড়া শরণার্থীদের ফিরিয়ে আনা হবে বলে গত সপ্তাহে হোর্স্ট সিহোফার হুশিয়ারি দেন। সিহোফার বলেন, মার্কেল যদি ইউরোপীয় নেতাদের সঙ্গে গ্রহণযোগ্য চুক্তি করতে ব্যর্থ হয়, তবেই তা করা হবে।

এদিকে হোর্স্ট সিহোফারের পদত্যাগে মার্কেলের কোয়ালিশন জোটে ফাটল দেখা দিয়েছে। শুধু তাই নয়, তার পদত্যাগে মার্কেলের ভবিষ্যৎ রাজনীতিও প্রশ্নের মুখে পড়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অভিবাসন নীতিতে মার্কেলের অবস্থানের সমর্থনে একটি আইন পাশ করে তার দল ক্রিস্টিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন।

সূত্র: বিবিসি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি