ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবার বন্দুক নিয়ে স্কুলে যাবেন শিক্ষকরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৭, ২ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে ক্রমবর্ধমান বন্দুক হামলার জেরে এবার শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে দেশের শিক্ষা রীতি-ই বদলে যাচ্ছে। পাল্টে যাচ্ছে স্কুলগুলোর চিরচেনা পরিবেশ। সামনের দিনগুলোতে ঘাড়ে রাইফেল নিয়ে স্কুলে যাবেন শিক্ষকরা। বন্দুক হামলার মতো জরুরি পরিস্থিতিতে কীভাবে বন্দুক চালাতে হবে, রীতিমতো ক্লাস করে তার শিক্ষা নিচ্ছেন তারা। 

প্রতি বছর গড়ে দেশটিতে ৩৩ জনের বেশি নিহত হন। এমন প্রেক্ষাপটে চলতি বছরের মার্চে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্কুল শিক্ষকদের হাতে অস্ত্র তুলে দেওয়ার প্রস্তাব করেন। ইতোমধ্যে কয়েকশ’ শিক্ষক অস্ত্র চালানোর শিক্ষা নিয়েছেন। ২৭ বছর বয়সী এ শিক্ষক বলেন, বন্দুক নিয়ে স্কুলে যাওয়ার ক্ষেত্রে মানুষের কিছুটা ভীতি রয়েছে। এক্ষেত্রে তারা এর খারাপ দিকটাই দেখে। আমি মনে করি, শিক্ষকদের সঙ্গে বন্দুক থাকার একটা ভালো দিক রয়েছে। এটা অনেকে জীবন বাঁচিয়ে দিতে পারে।’

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি