ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ভোটের আগেই পাকিস্তানে পা রাখছেন নওয়াজ-মরিয়ম    

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৯, ২ জুলাই ২০১৮

দেশে সাধারণ নির্বাচন৷ তাই মেয়ে মরিয়মের সঙ্গে খুব তাড়াতাড়ি পাকিস্তান ফিরবেন নওয়াজ শরিফ৷ চলতি সপ্তাহেই ইসলামাবাদ ফিরবেন তাঁরা৷ 

নির্বাচনের কথা মাথায় রেখে মেয়ের সঙ্গেই প্রচারে নামতে চান পাকিস্তান মুসলিম লীগ সুপ্রিমো নওয়াজ শরিফ৷ লন্ডন থেকে দলের প্রথম সারির নেতৃত্বের সঙ্গে কথা বলেন নওয়াজ৷ তারপরেই পাকিস্তান ফেরার সিদ্ধান্ত নেন৷ লন্ডনে অসুস্থ স্ত্রী কুলসুম নওয়াজের সঙ্গে রয়েছেন নওয়াজ শরিফ,ও মেয়ে মরিয়ম৷ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের স্ত্রী কুলসুম নওয়াজ।

লন্ডনের একটি হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্ট সিস্টেমে রয়েছেন তিনি৷ চিকিৎসকরা নওয়াজ শরিফকে লন্ডন ছাড়তে মানা করে৷ হৃদরোগের পাশাপাশি কুলসুম নওয়াজ গলার ক্যান্সারেও আক্রান্ত৷ সেই কারণে, গতবছর থেকেই লন্ডনে তিনি চিকিৎসাধীন৷ ১৪ জুন হৃদরোগে আক্রান্ত হলে অবস্থা শোচনীয় হয়, আইসিইউ-তে ভর্তি হন কুলসুম৷ আপাতত তিনি হাসপাতালে। কুলসুমকে ডাক্তারদের দায়িত্বে রেখেই পাকিস্তান আসছেন নওয়াজ-মরিয়ম৷

পাকিস্তান নির্বাচনে পাকিস্তান মুসলিম লীগের মুখ মরিয়ম৷ লাহোরের ২টি কেন্দ্র থেকে ভোটে দাঁডাচ্ছেন নওয়াজ কন্যা৷ হাতে গোনা কয়েকটা দিন প্রচারের জন্য৷ তাই পাকিস্তানে ফিরেই প্রচরের কাজ শুরু করবেন মরিয়ম শরিফ৷ জয় নিয়ে আশাবাদী মরিয়মের ট্যুইট-‘ পাকিস্তানের মানুষ যোগ্য প্রার্থীকে ভোট দেবে, জয় নিয়ে আমি নিশ্চিত৷’ ২৫ জুলাই শুরু পাকিস্তানের সাধারণ নির্বাচন৷ মনোনয়ন পত্র জমার প্রক্রিয়াও শেষ হয়েছে৷

এসি   

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি