যৌন নির্যাতনের ঘটনায় আর্চবিশপের কারাদণ্ড
প্রকাশিত : ১৩:৩৮, ৩ জুলাই ২০১৮
শিশুর যৌন নির্যাতনের ঘটনা ধামাচাপা দেওয়ায় অস্ট্রেলিয়ার এক আর্চ-বিশপকে সর্বোচ্চ ১২ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। ১৯৭০ সালে ঘটে যাওয়া ওই যৌন নির্যাতনের ঘটনায় বিশ্বের বয়োজ্যেষ্ঠ এ চার্চ-বিশপের এই কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ওই বিশপের নাম ফিলিপ উইলসন। তিনি বর্তমানে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে একটি গির্জায় চার্চের দায়িত্ব পালন করছেন। গত মাসে তিনি আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হন। নিউ সাউথ ওয়েলসের এক ধর্মযাজকের যৌন নির্যাতনের ঘটনা ধামাচাপা দেওয়ায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।
গত মঙ্গলবার আদালত উইলসনকে গৃহবন্দি করার নির্দেশ দেয়। তবে ওই ১২ মাস তাকে জেল খাটতে হবে না। বরং গৃহবন্দি-ই থাকতে হবে। এদিকে দোষী সাভ্যস্ত হলেও আর্চবিশপ উয়িলসন গির্জার দায়িত্ব থেকে পদত্যাগ করেননি।
সূত্র: বিবিসি
এমজে/
আরও পড়ুন