ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

২৪ স্ত্রী রাখার দায়ে দণ্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৮, ৩ জুলাই ২০১৮

বহুবিবাহের দায়ে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। দেশটির আইনকে তোয়াক্কা না করে ২৪ স্ত্রী রাখার দায়ে তাকে গৃহবন্দীর আদেশ দেওয়া হয়েছে। ওই বাড়িতেই তাকে ছয়মাস থাকতে হবে।

জানা গেছে, ব্রিটিশ-কলম্বিয়া সুপ্রিম কোর্ট ৬১ বছর বয়সী উইন্সটন ব্লাকমোরকে এই দণ্ড দেন। ২৪ স্ত্রীর পাশাপাশি ১৪৯ সন্তান রয়েছে তার। বহুবিবাহের দায়ে সম্প্রতি দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছেন ব্রিটিশ-কলম্বিয়া সুপ্রিম কোর্টের বিচারপতি। উইন্সটন ব্লাকমোর ২৪ স্ত্রী এবং জেমস অলার নামের অপরজন ৫ স্ত্রী রাখার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন।

এদিকে, একই আদালত জেমস অলারকে তিনমাসের গৃহবন্দির আদেশ দিয়েছে। আদালতে বলেছে, ব্লাকমোরকে সর্বমোট ১৫০ ঘণ্টা এবং অলারকে ৭৫ ঘণ্টা জনসেবামূলক কাজ করতে হবে।

সূত্র: মিরর অনলাইন
এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি