ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

নেশার মুক্তিতে আধুনিক থেরাপি: গবেষণা  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫০, ৩ জুলাই ২০১৮

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, নেশার আসক্তি থেকে মুক্তি সম্ভব৷ এমনই এক থেরাপি, যা সাহায্য করবে নেশামুক্তিতে৷ বিপরীতমুখীভাবে কাজ করবে নতুন থেরাপিটি৷ যা আসক্তদের ভবিষ্যতে ড্রাগ আসক্তি থেকে দূরে রাখবে৷  

গবেষণাটি প্রকাশিত হয়েছে সংবাদ মাধ্যমে৷ যেখানে বলা হয়েছে, থেরাপিটি প্রথমে ইঁদুরের উপর পরীক্ষা করা হয়৷ যেখানে ইতিবাচক ফলাফল দেখা গিয়েছে৷    

অভ্যাসের বশীভূত হয়ে ড্রাগের আশ্রয় নেওয়া ব্যাক্তিদের মস্তিষ্কের গঠন সম্পূর্ণরূপে বদলে যায়৷ যা ধরা পড়েছে গবেষণায়৷ এর নেতিবাচক প্রভাব বাধা দেয় ড্রাগের নেশা থেকে দূরে থাকতে৷ সেরোটনিন, এক ধরনের মস্তিষ্ক রাসায়নিক৷ যা স্নায়ুতন্ত্রে বার্তা পাঠায়, যেটির ভূমিকা মানবদেহে ভীষণই গুরত্বপূর্ণ৷

গবেষকরা জানিয়েছেন, ড্রাগ আসক্তদের শরীরে এই সেরোটনিন রাসয়নিকটি কাজ করা বন্ধ করে দেয়৷

পরীক্ষাটি চলাকালীন নিয়মিতভাবে একটি নির্দিষ্ট পরিমান ড্রাগ ইঁদুরের শরীরে ইনজেক্ট করা হত৷ পরে, অর্ধেক ইঁদুরকে থেরাপিটি এবং বাকিদের শুধুমাত্র স্যালাইন দেওয়া হয়৷ থেরাপি অধীনস্থ ইঁদুরের শরীরে ইতিবাচক পরিবর্তন দেখা গিয়েছে৷  

এক গবেষক বিষয়টি নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, আমরাই প্রথম এই ধরণের থেরাপি নিয়ে আসতে চলেছি৷ যেটি ড্রাগের নেশামুক্তিতে সাহায্য করবে বহুমানুষকে৷

সূত্র: কলকাতা টুয়েন্টিফোর 

কেএনইউ/এসি   

  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি