ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ডাস্টবিনে বসে নির্বাচনী প্রচারণা  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২১, ৪ জুলাই ২০১৮ | আপডেট: ১১:২৮, ৫ জুলাই ২০১৮

ভোটারদের আকর্ষণ করতে মানুষ কত কিছুই না করে। তবে এর মধ্যে পাকিস্তানের সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে একজন ভোট প্রার্থী ডাস্টবিনে বসে নির্বাচনি প্রচারণা করে আলোচনায় উঠে এসেছেন।

তিনি হলেন করাচির আয়াজ মেমম মোতিওয়ালা।   

তার এই কার্যক্রম ইতোমধ্যে অনলাইনে ভাইরাল হয়েছে। শহরের ময়লার ভাগাড়, রাস্তাঘাটে জমে থাকা পানি ও অকার্যকর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভোটারদের কাছে তুলে ধরতে অভিনব সব পন্থা বেছে নিয়েছেন তিনি।

আম আদমি পাকিস্তান দলীয় এই প্রার্থী ময়লার স্তূপের ওপর শুয়ে ও ম্যানহোলের ভেতর ঢুকে, রাস্তায় জমাবদ্ধ পানির ওপর বসে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য দিচ্ছেন। পরে এসব দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। পরে এগুলো ভাইরাল হয় যায়। 

ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, তিনি শহরের ডাস্টবিনগুলোতে গিয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। সাধারণ মানুষের কাছে ভোট চাইছেন, ডাস্টবিনের ওপর বসে জনসভার ভাষণ দিচ্ছেন।

উল্লেখ্য, পাকিস্তানের করাচি থেকে এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আয়াজ মেনন মোতিওয়ালা। ২৫ জুলাই পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এমএইচ/এসি  

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি