ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

আমেরিকায় সফররত নাগরিকদের সতর্ক করল বেইজিং

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৪, ৫ জুলাই ২০১৮ | আপডেট: ১১:২৮, ৫ জুলাই ২০১৮

নিরাপত্তার যথেষ্ট অভাব রয়েছে। এমনটা উল্লেখ করে আমেরিকায় চীনা নাগরিকদের সফরের বিষয়ে সতর্কতা জারি করল বেইজিং। ওয়াশিংটনে চীনা দূতাবাসের তরফে ইতিমধ্যে সেই সতর্কবার্তা দেওয়া হয়েছে।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, আমেরিকা ভ্রমণের সময় চীনা পর্যটকদেরকে অতিরিক্ত মেডিক্যাল বিল, গোলাগুলির হুমকি এবং ডাকাতি, কাস্টম এজেন্টদের তল্লাশি, টেলিযোগাযোগ প্রতারণা ও প্রাকৃতিক বিপর্যয়ের মতো ঘটনাবলী থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। শুধু তাই নয়, চীনা দূতাবাসের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘আমেরিকায় সাধারণ মানুষের নিরাপত্তা ভালো নয়। প্রায় সময় গোলাগুলি ও চুরি-ডাকাতির ঘটনা ঘটছে। এই অবস্থায় আমেরিকা সফরের সময় চীনা নাগরিকদেরকে সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দেওয়া হচ্ছে এবং রাতের বেলায় একাকী বের হওয়া এড়িয়ে চলতে হবে।’
প্রকৃতিক বিপর্যয় সম্পর্কিত সতকর্তা বাদে গত জানুয়ারি মাসে ওয়েবসাইটের মাধ্যমে যেসব সতর্কতা জারি করা হয়েছিল তার সবই বহাল রয়েছে। আমেরিকা ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ শুরুর মাঝেই বেজিং তার নাগরিকদের জন্য আমেরিকা সফরের বিষয়ে সতর্কতা জারি করল।
সূত্র : রয়টার্স
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি