কানাডায় তাপদাহে ১৯ জনের মৃত্যু
প্রকাশিত : ১২:১৩, ৫ জুলাই ২০১৮ | আপডেট: ১২:১৪, ৫ জুলাই ২০১৮
কানাডার কুইবেকে গত সপ্তাহে তাপদাহে কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। দেশটির পূর্বাঞ্চলে গ্রীষ্মকালীন তাপমাত্রা অনেক বেড়ে যাওয়ায় এসব লোকের মৃত্যু হয়। স্বাস্থ্য কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
আঞ্চলিক জনস্বাস্থ্য পরিচালক মেলিন ড্রয়িন জানান, পূর্বাঞ্চলীয় প্রদেশের রাজধানী মন্ট্রিয়েলে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সংবাদপত্র ট্রিবিউনের খবরে ইষ্টার্ন টাউনশিপে গত ৪৮ ঘণ্টায় পাঁচজনের মৃত্যুর খবর জানানো হয়েছে।
রেডিও কানাডার খবরে বুধবার মন্ট্রিয়েলের উপকণ্ঠে তাপদাহে আরো দু’জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়।
আবহাওয়া সংস্থা জানায়, এ অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ৩৪ ডিগ্রী সেলসিয়াসে দাঁড়িয়েছে। বাতাসে আর্দ্রতা থাকায় এতে তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রী সেলসিয়াস অনুভূত হচ্ছে।
সূত্র : এএফপি
এসএ/
আরও পড়ুন