ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ভারত-পাকিস্তানের সম্পর্ক অবনতিতে দায়ী মোদি : ইমরান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২০, ৫ জুলাই ২০১৮

ভারত-পাকিস্তান সব সময় একে অপরকে শত্রুভাবে। এই দেশ দুটি একে অপরকে দোষারুপ করে থাকেন। এবার পাকিস্তানের তেহরিক-ইনসাফ দলের প্রধান ইমরান খান বললেন, নওয়াজ শরিফ যথেষ্ট চেষ্টা করেছেন৷ এমনকী ব্যক্তিগত পর্যায়েও সমস্যা মেটানোর জন্য উদ্যোগ নিতে কসুর করেননি৷ কিন্তু মোদি সরকারের পাকিস্তান বিরোধী নীতি এবং ঔদ্ধত্যের কারণেই দুই দেশের সম্পর্কের উন্নতি হচ্ছে না

সামনেই পাকিস্তানের নির্বাচন৷ তার আগে ভারত বিরোধী অবস্থানকে জোরদার করতেই ময়দানে নেমেছেন ইমরান৷ সেখানে মোদি বিরোধিতাকেই তুরুপের তাস হিসেবে ব্যবহার করছেন তিনি৷ নিজের দেশের সরকার ও প্রশাসনের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, নওয়াজ শরিফের সরকার দুই দেশের সম্পর্কের উন্নতিতে কসুর কিছু করেনি৷ এমনকী মোদিকে বাড়িতে আমন্ত্রণ করে ব্যক্তিগত পর্যায়েও চেষ্টা করেছেন নওয়াজ৷ সম্প্রীতির পথ খুলে দিতে একাধিক পদক্ষেপ করেছেন৷

কিন্তু দুই দেশের সম্পর্ক যে তা সত্ত্বেও ভাল হয়নি, তার প্রধান কারণ মোদি সরকারের কঠোর পাকিস্তান বিরোধী নীতি৷ কোনওভাবেই এই প্রেক্ষিতে নমনীয় হননি মোদি৷ বরং চড়া সুরে পাকিস্তানের সমালোচনা করে চলেছেন৷ একের পর এক নীতি গ্রহণ করছে ভারত সরকার যাতে পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে কোণঠাসা করা যায়, তার সর্বোত চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ এই যখন পরিস্থিত তখন কোনওভাবেই দুই দেশের সম্পর্ক ভালো হতে পারে না৷ এর জন্য মোদির আগ্রাসন ও ঔদ্ধত্যও দায়ী৷

তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, মোদির নিন্দা করে ঘরোয়া মাটিতে প্রশংসা করলেও আসলে ঘুরিয়ে মোদির সুবিধাই করে দিলেন ইমরান৷ মোদির যে নীতির জন্য তিনি সমালোচনা করলেন তাতে দেশের মাটিতে সুবিধা হবে শাসক দলের৷ কারণ ইমরানের মন্তব্য প্রমাণ করে দিল, পাকিস্তান প্রশ্নে একফোঁটা নমনীয় নয় মোদি সরকার৷ যা আখেরে দেশবাসীর প্রত্যাশাকেই পূরণ করবে৷ তবে ইমরান তার দেশে ভোটে লড়ছেন৷ তাই মোদিকে টার্গেট করেই এগোচ্ছেন৷ তার দাবি, কেউ নির্বাচনে লড়ে জেতার জন্য৷ ভালো ছেলে হওয়ার জন্য পাকিস্তানের রাজনীতির ধরণ যেরকম তিনি সেরকম পথেই এগোচ্ছেন বলে দাবি খোদ ইমরানের৷

তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি