ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

মেক্সিকোতে আতশবাজি কারখানায় বিষ্ফোরণ, নিহত ১৯

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৫৬, ৬ জুলাই ২০১৮ | আপডেট: ১০:২৩, ৬ জুলাই ২০১৮

মেক্সিকোতে একটি আতশবাজি কারখানায় বিষ্ফোরণে অন্তত ১৯ জন নিহত এবং অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন।
নিহতদের মধ্যে চারজন দমকল বাহিনীর সদস্য এবং দুজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। কারখানাটিতে প্রথম দফায় বিষ্ফোরণ ঘটলে তারা দ্রুত সেখানে উদ্ধার অভিযানে গেলে দ্বিতীয় দফা বিষ্ফোরণে তারা নিহত হন। ঘটনার পর পরই উদ্ধারকর্মীরা হেলিপ্টারে করে অগ্নিদগ্ধদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে ১০ জনের মতো শিশু রয়েছে।
রাজধানী মেক্সিকো সিটির উত্তরাঞ্চলে তুলটেপেক শহরে অবস্থিত অনুমোদনবিহীন আতশবাজি তৈরির কারখানাটিতে কেন ওই বিষ্ফোরণের ঘটলো তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি। বিষ্ফোরণে কারখানার চারটি ভবন নিশ্চিহ্ন হয়ে গেছে। এতে পরপর চারটি বিষ্ফোরণের ঘটনা ঘটে।
সূত্র : দ্যা গার্ডিয়ান
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি