ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ফুটবল কিশোরদের উদ্ধার করতে গিয়ে নিহত ডুবুরি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৫, ৬ জুলাই ২০১৮

থাইল্যান্ডের একটি গুহায় আটকাপড়া কিশোর ফুটবলারদের উদ্ধার করতে গিয়ে দেশটির নৌ বাহিনীর সাবেক এক ডুবুরির মৃত্যু হয়েছে। আটকাপড়া কিশোরদের অক্সিজেন সরবরাহ করতে গিয়েই তার মৃত্যু হয় বলে জানিয়েছে নৌ বাহিনীর এক ঊর্ধতন কর্মকর্তা।

পেটি কর্মকর্তা সামান গানান অক্সিজেন সরবরাহ করতে যাওয়ার সময় অসচেতন হওয়ায় মৃত্যুর শিকার হতে হয়েছে। সে গুহার মধ্যে অক্সিজেন সরবরাহ করছিল। গত দুই সপ্তাহ ধরে গুহার মধ্যে ১২ কিশোর ফুটবলার আটকা রয়েছে।

উল্লেখ্য, ১০ দিন গুহায় থাকার পর ব্রিটিশ উদ্ধারকারী দলের সদস্যরা তাদের সন্ধান জানতে পারে। গুহার মুখ থেকে ২ দশমিক ৫ কিলোমিটার দূরে তারা বর্তমানে অবস্থান করছে। সেখানে ক্রমান্বয়ে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। এতে শিশুদের জীবন হুমকির মুখে পড়তে পারে।

সূত্র: আল জাজিরা
এমজে/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি