নাজিবের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যাবস্থা: মাহাথির
প্রকাশিত : ২৩:৪৩, ৬ জুলাই ২০১৮
নাজিবের বিরুদ্ধে আইন তার নিজস্ব গতিতে ব্যবস্থা নেবে বলে জা্নিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।
সম্প্রতি আল-জাজিরার সাথে আলপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, এটর্নি জেনারেল যদি নাজিবের বিরুদ্ধে অভিযোগ অনুযায়ী পর্যাপ্ত প্রমাণাধি পান তাহলে তিনি আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন।
মাহাথির বলেন, আইন, নির্বাহী ও বিচার বিভাগের প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। এক্ষেত্রে আমাদের কোনো হস্তক্ষেপ করার প্রয়োজন নেই। এটর্নি জেনারেল আইন অনুযায়ী ব্যবস্থা নিবেন।
এদিকে দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছেন।
তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার মধ্যে অন্যতম অভিযোগ হলো- তিনি মালয়েশিয়ার ওয়ানএমডিবি কেলেঙ্কারিতে যুক্ত থেকে ৭০ কোটি মার্কিন ডলার নিজের পকেটে পুরেছেন।
গত মে মাসে নির্বাচনে পরাজয়ের পর তার বিরুদ্ধে তদন্ত শুরু করে দেশটি।
এদিকে দুর্নীতির মামলায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে বুধবার (৪জুলাই) বিচারক মুহাম্মদ সুফিয়ান আবদুল রাজাক দুই লাখ ৪৭ হাজার ডলারের মুচলেকায় জামিন আবেদন মঞ্জুর করেছেন।
সূত্র: আল-জাজিরা
এমএইচ/এসি
আরও পড়ুন