ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টের মুক্তির আদেশ আদালতের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৭, ৮ জুলাই ২০১৮

দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভাকে মুক্তির আদেশ দিয়েছেন দেশটির একটি আদালত। বামপন্থী এই নেতাকে অবশ্যই মুক্তি দিতে হবে জানিয়ে আদালত বলেন, তাকে খুব শিগগিরই কিউরিটিবার জেল থেকে মুক্তি দিতে হবে।

এদিকে দুর্নীতির দায়ে প্রাপ্ত ১২ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আদালতে করা আপিল আবেদনের উপর শুনানি চলছে বলে জানা গেছে। দুর্নীতি ও মানি লন্ডারিং এর দায়ে তাকে ১০ বছরের কারাদণ্ড দেন আদালত।

বিচারপতিদের ১১ সদস্যের মধ্যে দেওয়া বিভক্ত রায়ে লুলাকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ১১ বিচারপতির মধ্যে ৫ জনই এ রায়ের বিরুদ্ধে ভোট দেন। চলতি বছরের এপ্রিলে দেশটিতে এক জরিপ অনুষ্ঠিত হয়। জরিপে বলা হয়, বর্তমান প্রেসিডেন্টকে হারিয়ে আবারও দেশটির ক্ষমতায় বসতে যাচ্ছেন তিনি। আগামী অক্টোবরে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, ২০০৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন তিনি।
এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি