জিম্বাবুয়ের আগামী নির্বাচনে তারুণ্যের জয় হবে
প্রকাশিত : ২২:৫৭, ৮ জুলাই ২০১৮

জিম্বাবুয়ের আগামী ৩০ জুলাইয়ের নির্বাচনে তারুণ্যের জয় হবে বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী দলের প্রধান এবং প্রেসিডেন্ট প্রার্থী নেলসন চেমিশা (৪০)। সম্প্রতি এএফপি’র সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
বারাক ওবামা, ইমানুয়েল মেক্রণ এবং জাসটিন ট্রুডুর কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সময়ে মানুষ তারুণ্যকে পছন্দ করে। আমরা যদি যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং কানাডার দিকে তাকাই তাহলে তা সহজেই উপলব্ধি করতে পারব।
এ সময় তিনি বলেন, বারাক ওবামা ৪৭ বছর বয়সে, জাসিটন ট্রুডু ৪৩ বছর বয়সে এবং ইমানুয়েল মেক্রণ ৩৯ বছর বয়সে ক্ষমতায় আসেন। তাই আমি আশা করছি তারুণের বিজয় হবেই হবে।
তিনি বলেন, তরুণরা আমাদের বার্তা সহজেই বুঝতে পারবে এবং সহজেই সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে পারবে।
তার পূর্বসূরি মর্গান টেসভ্যানগিরাই এর মৃত্যুর পর থেকে তিনি ‘মুভমেন্ট ফর ডেমকরেটিক চেন্জ’ (এমডিসি) এর নেতৃত্বে দিচ্ছেন। মর্গান চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মৃত্যু বরণ করেন।
আগামী নির্বাচনে চেমিশার প্রতিপক্ষ হলেন দক্ষ রাজনীতিবিদ মনেনগেগোয়া (৭৫)। মনেনগেগোয়ার দলের নাম জানু-পিএফ (ZANU-PF)।
এই দলটি জিম্বাবুয়ের স্বাধীনতার ৩৮ বছর পর্যন্ত শাসন করেছে। এক্ষেত্রে চেমিশা হলেন নবিন রাজনীতিবিদ।
সূত্র: এএফপি।
এমএইচ/এসএইচ/
আরও পড়ুন