ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

প্রণবের পর এবার আরএসএস-এর অনুষ্ঠানে রতন টাটা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৬, ১০ জুলাই ২০১৮

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে সমাবর্তনে ডেকে মাস্টারস্ট্রোক দিয়েছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস৷ তবে চমক এখনও শেষ হয়নি৷ 

এবার প্রখ্যাত শিল্পপতি রতন টাটাও আরএসএস প্রধানের অতিথি হতে চলেছেন৷ মুম্বাইয়ের এক অনুষ্ঠানে এই দু’জনকে এক মঞ্চে দেখা যাবে৷    

স্বেচ্ছাসেবী সংস্থা ‘নানা পালকর স্মৃতি সমিতি’র উদ্যোগেই হবে এই অনুষ্ঠান৷ রোগীদের জন্য কাজ করে থাকে এই সংস্থা ৷ সংস্থার নামকরণই করা হয়েছে সংঘ প্রচারক নানা পালকরের নামে ৷ আরএসএস-কে সংস্থার পৃষ্ঠপোষক বলা যায় ৷ সেহেতু এই অনুষ্ঠানকে সংঘের অনুষ্ঠান হিসেবেই ধরছেন অনেকে ৷ এদেরই বার্ষিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে রতন টাটাকে ৷ থাকবেন সরসংঘচালক মোহন ভাগবতও ৷ ফলে এক মঞ্চে ভাগবত ও টাটাকে দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ৷ যদিও আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা বাকি ৷  

সূত্রের খবর, টাটাকে এই মঞ্চে হাজির করানোর বিষয়টি প্রায় পাকা ৷ কেন এই সিদ্ধান্ত স্বেচ্ছাসেবী সংস্থার? সংঘের সেবার আদর্শকে পাথেয় করেই এগিয়ে চলে এই সংস্থা ৷ আর রোগীদের সেবার জন্য টাটার হাসপাতালের সঙ্গেও তাদের কাজ করতে হয় ৷ বার্ষিক অনুষ্ঠানে তাই এই দু’য়ের মেলবন্ধন চেয়েছে সংস্থা ৷ তবে এ খবর ছড়িয়ে পড়া মাত্র ইতিমধ্যেই এই অনুষ্ঠান রাজনৈতিক গুরুত্ব পেয়ে গেছে৷

কিছুদিন আগে নাগপুরে সংঘের সমাবর্তনে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে গোটা দেশের রাজনৈতিক মহলে হইছই পড়েছিল ৷ আজবীন কংগ্রেসের আদর্শে আস্থা রাখা প্রণব কী করে সংঘের অনুষ্ঠানে হাজির হচ্ছেন, তা নিয়ে জমে গেছে বিতর্ক ৷ যদিও কোন সমালোচনাতেই টলানো যায়নি প্রণব মুখোপাধ্যায়কে ৷ বরং সংঘের কাছে গিয়ে সনাতন ভারতকেই তুলে ধরেন প্রণব ৷  

তাতে কংগ্রেসের কোনও ক্ষতি হয়নি ৷ তবে উপকার হয়েছে আরএসএস-এর ৷ প্রণবের মতো সংসদীয় গণতন্ত্রের এই ব্যক্তি সংঘের দরজায় হাত রাখায়, কট্টর তকমা অনেকটাই মুছে গিয়েছে সংঘের গা থেকে ৷ এমনকী সংঘে যোগদানের প্রবণতাও বেড়েছে বলে জানা গেছে৷ এবার টাটাকে হাজির করানো নিঃসন্দেহে বড় চমক হবে৷ আরএসএস যে শুধু গোঁড়ামির জায়গা নয়, বরং সমাজের বিশিষ্টদের পাশে টেনে যেন সেই বার্তাই স্পষ্ট করার উদ্যোগ সংঘের৷  

কেআই/এসি   

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি