ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

তেল নিয়ে ভারতকে হুঁশিয়ারি ইরানের  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৭, ১১ জুলাই ২০১৮

ইরান থেকে তেল আমদানি কমালে ভারতকে মাসুল গুনতে হবে বলে জানিয়েছেন ইরানের কূটনীতিক মাসাউদ রেজভানিয়ান রাহাগি।

সম্প্রতি ভারতকে এ হুঁশিয়ারি দেন তিনি। 

এমনকী চাবাহার বন্দর সম্প্রসারণের কাজ ব্যাহত হওয়ায় ভারতকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি। 

রাহাগির জানায়, ইরানকে বাদ দিয়ে সৌদি আরব, রাশিয়া, ইরাক, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশ থেকে জ্বালানি তেল কিনলে, ভারতেকে যে অতিরিক্ত সুবিধা দেওয়া হত, তা বন্ধ করে দেওয়া হবে।

এদিকে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেন, ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বিচ্ছিন্ন করতে। তা না হলে ভারতের উপর নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। তাই এ প্রতিবন্ধকতা শর্তেও কীভাবে ইরানকে সামলাবে ভারত, সে দিকে তাকিয়ে রয়েছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

ইরানের অভিযোগ, চাবাহার বন্দরের সম্প্রসারণে বিনিয়োগের চুক্তি মানছে না ভারত।

উল্লেখ্য, ২০১৬ সালের মে মাসে ইরান, আফগানিস্তানের সঙ্গে চাবাহার বন্দরকে কেন্দ্র করে নতুন করিডর তৈরির চুক্তি হয় ভারতের সাথে। ২০১৭ সালের এপ্রিল থেকে ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত ভারত ইরানের কাছ থেকে ১.৮৪ কোটি টন অপরিশোধিত তেল আমদানি করেছে। এদিক থেকে সৌদি আরব, ইরাকের পর ইরানই ছিল ভারতের অন্যতম তেল রপ্তানিকারী দেশ। কিন্তু ট্রাম্পের নিষেধাজ্ঞা ইরানের কাছ তেল আমনদানির বিষয়ে চাপে রয়েছে দেশটি।  

এমএইচ/এসি    

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি