ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ন্যাটো সম্মেলনে জার্মানীর সমালোচনায় ট্রাম্প 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪১, ১১ জুলাই ২০১৮

চলতি ন্যাটো শীর্ষ সম্মেলনে জার্মানীর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস আমদানির কারণে এ সমালোচনা করেন তিনি।  

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটোর সদর দপ্তরে আয়োজিত সদস্য রাষ্ট্রগুলোর শীর্ষ সম্মেলনে ট্রাম্প দাবি করেন যে, জার্মানীকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছে রাশিয়া।  

ন্যাটো প্রধান জেমস স্টোলটেনবার্গের সাথে এক বৈঠকে তিনি জার্মানীর এই কর্মকাণ্ডকে ‘ন্যাটোর জন্য হুমকিস্বরুপ’ বলে আখ্যায়িত করেন। একই সাথে ন্যাটোর বিভিন্ন কার্যক্রমের খরচ মেটাতে জার্মানীর ব্যর্থতার কড়া সমালোচনাও করেন তিনি।

জার্মানি ও রাশিয়া সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্প এমন এক সময়ে এই মন্তব্য করলেন যখন আগামী সপ্তাহের সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকে বসবেন ডোনাল্ড ট্রাম্প। ন্যাটো কার্যালয়ে ট্রাম্পের এমন বক্তব্য তাই অনেককেই অবাক করে দেয়।

আজ বুধবার ন্যাটো প্রধানের সাথে সকালের নাস্তা গ্রহণের সময় ট্রাম্প বলেন, “জার্মানীকে পুরোপুরি নিয়ন্ত্রণ করছে রাশিয়া। আর রাশিয়া থেকে ৬০ থেকে ৭০ ভাগ প্রাকৃতিক গ্যাস আমদানি করে জার্মানি। নতুন আরেকটি পাইপলাইন বসানো হচ্ছে। আপনি বলেন এটা ঠিক কি না। কারণ আমি মনে করছি এটা ঠিক না। আমার মনে হয় এটা ন্যাটোর জন্য হুমকি”।  

একই আলাপচারিতায় প্রতিরক্ষাখাতে জার্মানীর কম ব্যয় করাও সমালোচনা করেন। তিনি বলেন, “জার্মানী প্রতিরক্ষা খাতে এক শতাংশের কিছু বেশি (১.২৪%) খরচ করে। ন্যাটোর খরচ তারা সেভাবে দেয় না”।

তবে ট্রাম্পের এমন দাবি নাকচ করে দিয়েছে জার্মানী। জার্মানীর চ্যান্সেলর অ্যাঞ্জেলো মার্কেল বলেন যে, এবারের সম্মেলনে বিতর্কিত বিষয়ে আলোচনা হবে এমনটাই তিনি আশা করেছিলেন। তিনি আরও বলেন যে, জার্মানী একটি স্বাধীন রাষ্ট্র যারা ন্যাটোর জন্য ‘অনেক কিছু’ করেছেন।   

রাশিয়া জার্মানীকে নিয়ন্ত্রণ করছে এমন মন্তব্যের সমালোচনা করে জার্মান প্রতিরক্ষা মন্ত্রী উরসুলা ভন ডের লিয়েন বলেন যে, রাশিয়ার সাথে জার্মানীর অনেক বিষয়ে ‘লেনদেন’ আছে তবে তার মানে এই না যে রাশিয়া জার্মানীকে নিয়ন্ত্রণ করে।

ট্রাম্পের এমন বক্তব্যের কড়া সমালোচনা করেছেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক। ট্রাম্প যেন ইউরোপীয় রাষ্ট্রগুলোর বিরুদ্ধে ‘প্রতিদিন’ সমালোচনা করা বন্ধ করেন সেই পরামর্শ দিয়ে নিজ টুইটার আইডিতে লেখেন, “প্রিয় আমেরিকা, আপনার বন্ধুদের মূল্যায়ন করুন। সর্বোপরি আপনার বন্ধু খুব বেশি একটা নেই”।

আজ বিকেলে ন্যাটো সদর দপ্তরে অ্যাঞ্জেলো মার্কেলের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন ডোনাল্ড ট্রাম্প।

সূত্রঃ বিবিসি  

//এস এইচ এস//এসি 

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি