ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ফের ট্রাম্পের সমালোচনায় মুখর মালালা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২১, ১২ জুলাই ২০১৮ | আপডেট: ১৩:৩৪, ১২ জুলাই ২০১৮

আবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করেছেন নোবেলজয়ী কিশোরী মালালা ইউসুফজাই। অবৈধ অভিবাসী রুখতে ট্রাম্প প্রশাসনের নেওয়া ‘জিরো টলারেন্স’ নীতির সমালোচনায় মালালা বলেন, ট্রাম্পের এই নীতি নিষ্ঠুর,অমানবিক ও অন্যায্য। চলতি বছরের শুরুতেও একবার ট্রাম্পের নারীবিদ্বেষী অবস্থানের সমালোচনা করেছিলেন মালালা।

ট্রাম্প প্রশাসনের ওই নীতির কারণে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ৩ হাজারেও বেশি শিশু। মালালা ট্রাম্পের এই নীতির সমালোচনা করে বলেন, ‘এটা নিষ্ঠুর, এটা অন্যায্য, এটা একেবারেই অমানবিক। আমার মাথাতেই আসে না কী করে একজন মানুষ এমন করতে পারে’। মালালা আশা প্রকাশ করেন, বাচ্চারা শিগগির তাদের মা-বাবার সঙ্গে একত্রিত হবে।

কিশোর বয়স থেকেই নারী শিক্ষা ও অধিকার আদায়ে লড়ে যাচ্ছেন পাকিস্তানি বংশোদ্ভূত এই তরুণী। তালেবানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির ফলেই তার উপর ক্ষিপ্ত হয় জঙ্গিরা। এরপর ২০১২ সালের ৯ অক্টোবর মালালার স্কুল বাসে উঠে মুখোশধারী তালেবান সদস্যরা তাকে গুলি করে। তৎক্ষণাৎ তাকে যুক্তরাজ্যে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কয়েক মাসের চেষ্টায় তার মাথার খুলি ঠিক করতে সক্ষম হয় ডাক্তাররা। পরবর্তীতে ২০১৪ সালে মাত্র ১৭ বছর বয়সে নোবেল শান্তি পুরস্কার পান মালালা। এরপর থেকেই বিশ্বে নারী অধিকার আদায় আন্দোলনের প্রতীক হয়ে উঠেন তিনি।

এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি