ঢাকা, শনিবার   ০৫ অক্টোবর ২০২৪

জাপানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৯৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৫, ১২ জুলাই ২০১৮

জাপানে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১৯৫ ছাড়িয়েছে। দেশটির পশ্চিম এলাকায় টানা কয়েক সপ্তাহের ভারী বৃষ্টিতে এই বন্যার সৃষ্টি হয়। কাইডো নিউজ অ্যাজেন্সি জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে বন্যার পানি থেকে হতাহতদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ৭০ হাজারেরও বেশি উদ্ধারকারী। দেশটির হিরোশিমা, ওকাইওমা এবং এহিমে উদ্ধারকাজ চলমান রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, এখনও পর্যন্ত ৬ হাজার ৭০০ মানুষকে খোলা আকাশের নিচে রাখা হয়েছে।

বন্যা ও মাটিভাঙ্গনের ফলে ৫৯ লাখ লোককে নিরাপদে সরে যেতে আদেশ দেওয়া হয়েছে। হিরোশিমা, এহিম, ওকাইওসা, যামাগুচি, কাইয়ুতো, গিফো, শিগা, হাইগো, কোচি এবং ফোকোকাতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে বন্যা পরিস্থিতি ও হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রী শিনজে আ্যাবে তার ইউরোপ ও মধ্যপ্রাচ্য সফর বাতিল স্থগিত করেছেন।

সূত্র: আনাদুলো নিউজ অ্যাজেন্সি
এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি