ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

লাওস ও মিয়ানমারের বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৬, ১৩ জুলাই ২০১৮

নিজ দেশের নাগরিকদের জোর করে উৎখাত করার দায়ে লাওস ও মিয়ানমারের বেশ কয়েকজন ঊর্ধনত কর্মকর্তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওই কর্মকর্তাদের এখন থেকে আর যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে দেশটি।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে হাফিংটন পোস্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেই এ নিষেধাজ্ঞা আরোপ করেন। মিয়ানমার ও লাওসের ঊর্ধতন কর্মকর্তারা এই ধরণের বিশেষ ভিসা ব্যবহার করে থাকে।

এদিকে মিয়ানমার ও লাওসকে বারবার সতর্ক করলেও দেশটির ঊর্ধতন কর্মকর্তারা কর্ণপাত করেননি। তাই ওই কর্মকর্তাদের উপর নতুন করে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শুধু তাই নয়, খুব শিগগিরই তা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ দেওয়া হয়েছে।

সূত্র: হাফিংটন পোস্ট
এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি